ইস্তফা দিয়েই বিস্ফোরক সৌমিত্র খাঁ, দলের দুই নেতার প্রতি উগরে দিলেন ক্ষোভ

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে কেন্দ্রীয় মন্ত্রী মণ্ডলের বিস্তার চলছে, আরেকদিকে বঙ্গ বিজেপির যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ যুব মোর্চার পদ থেকে ইস্তফা দেন। ওনার এই ইস্তফার পর বঙ্গ রাজনীতিতে তুমুল জল্পনার সৃষ্টি হয়েছ। উনি বিজেপি ছেড়ে কি তৃণমূলে যোগ দিচ্ছেন? এই নিয়ে উঠছে প্রশ্ন। যদিও, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছেন যে, তিনি আজীবন বিজেপির সঙ্গেই আছেন।

এরপরই তিনি ফেসবুকে লাইভে এসে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি নির্দিষ্ট দুই নেতার প্রতি নিজের ক্ষোভ উগরে দেন। তিনি এও বলেন যে, আমি দল ছেড়ে যাচ্ছি না, তবে দল ভুল করলে সেই কথা তুলে ধরা থেকে বিরত থাকব না। সৌমিত্র খাঁ কাওর নাম না নিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং বিরোধী দলনেতে শুভেন্দু অধিকারীকে নিয়ে ক্ষোভ উগরে দেন।

সৌমিত্র খাঁ বলেন, দুজন মিলে বারবার দিল্লীতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে চলেছেন। ওনারা নিজের ইচ্ছেমত করে দল চালাচ্ছেন। এতে দলের ক্ষতি হচ্ছে। তিনি এও বলেন যে, আমি নির্বাচনের আগেও এই বিষয়ে সরব হয়েছিল। এখনও হচ্ছি আর আগামী দিনে দল ভুল করলে তখনও সরব হব।

তিনি সরাসরি শুভেন্দুবাবুর নাম না নিয়ে কটাক্ষ করে বলেন, এখন অধিকারী অধিকার দেখাচ্ছে। সৌমিত্রবাবু এও বলেন, আমি কোনও পদের লোভে বিজেপিতে আসিনি। আমি রানিং এমপি ছিলাম, তখন আমি বিজেপিতে যোগ দিয়েছি। আমি দলের থেকে কোনদিনও ১০০ টাকাও নিয়ে দেখিনি। তবে দল ভুল করলে আমি সরব হবই। সৌমিত্র খাঁয়ের আচমকাই পদত্যাগ আর দলের দুই শীর্ষ নেতাদের নিয়ে এমন বিস্ফোরক মন্তব্যে আশঙ্কার মেঘ ঘনিয়েছে গেরুয়া শিবিরে।


Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর