‘সৌমিত্র খাঁ’-এর নাম করে প্রতারণা? বিরাট কান্ড সোশ্যাল মিডিয়ায়, খোলসা করলেন সাংসদ নিজে

বাংলা হান্ট ডেস্কঃ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) সোশ্যাল মিডিয়ায় বরাবরই অত্যন্ত সক্রিয় থাকেন। তাঁর বিভিন্ন কর্মসূচি থেকে শুরু করে একাধিক রাজনৈতিক বিষয়ক নানা পোস্ট থাকে সেখানে। তবে এবার তাঁর এই সোশ্যাল মিডিয়া প্রোফাইল নিয়েই বিরাট শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।

‘সৌমিত্র খাঁ’-এর (Saumitra Khan) নাম করে প্রতারণা?

জানা যাচ্ছে সৌমিত্র খাঁ (Saumitra Khan) নামে একটি প্রোফাইল থেকে সবার কাছে মেসেজ আসছে। সেখানে চাওয়া হচ্ছে আধার কার্ড এবং প্যান কার্ডের নম্বর। কিন্তু কেন? হঠাৎ কেন সবার কাছে এমন বার্তা যাচ্ছে? এবার লাইভে এসে সত্যিটা প্রকাশ্যে আনলেন বিজেপি সাংসদ নিজেই।

সোশ্যাল মিডিয়ায় তাঁর নামের ভুয়ো প্রোফাইল নিয়ে সরব হয়েছেন খোদ বিজেপি নেতা। সত্যিটা সামনে আনার পাশাপাশি সবাইকে আগাম সাবধান করে তিনি জানিয়েছেন কেউ যেন ভুলেও ওই ফাঁদে পা না দেয়। তাঁর অভিযোগ এইভাবে তাঁর নাম করে ভুয়ো অ্যাকাউন্ট বানিয়ে এই ধরনের প্রতারণার কাজ করছেন প্রতারকরা।

আরও পড়ুন: ‘যাকে দোষী করা হল, তাকে…’! হাইকোর্টে যা বললেন RG Kar কাণ্ডের দোষী সঞ্জয়ের আইনজীবী

জানা যাচ্ছে, ইতিমধ্যেই সাইবার থানার দ্বারস্থ হয়েছেন বিজেপি সাংসদ (Saumitra Khan)। প্রসঙ্গত ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট নিয়ে বিতর্কও হয়েছে। আর এবার তাঁর নাম ব্যবহার করছে প্রতারকরা। রবিবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভ করে সাংসদ জানিয়েছেন, তাঁর নামে কেউ বা কারা ফেক অ্যাকাউন্ট তৈরি করে সাধারণ মানুষকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট’ পাঠাচ্ছে। কেউ কেউ  আবার ম্যাসেঞ্জারে ম্যাসেজ করে সাধারণ মানুষের থেকে আধার কার্ড ও প্যান কার্ডের মতো ব্যক্তিগত নথিপত্রও চাইছেন।

Saumitra Khan

প্রসঙ্গত বিজেপি সাংসদের দাবি, প্রতারকরা এই কাণ্ড করে আসলে সাধারণ মানুষের থেকে টাকা হাতানোর চেষ্টা করছে। বিষয়টি  নজরে আসতেই ইতিমধ্যেই তিনি মেইল করে দিল্লিতে সাইবার থানার পাশাপাশি বাঁকুড়া সাইবার থানাতেও অভিযোগ করেছেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় লাইভ করে তিনি আবেদন জানিয়েছেন যাতে সাধারণ মানুষ এব্যাপারে সচেতন থাকেন এবং প্রতারকদের ফাঁদে পা না দেন।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর