বাংলা হান্ট ডেস্কঃ এবারের লোকসভা ভোটে বাংলায় যখন ধরাশায়ী BJP, তখন বিষ্ণুপুরে পদ্ম ফুটিয়েছেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। ফের একবার এই আসন থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি। আর তারপরেই কোমর বেঁধে নেমে পড়েছেন বিষ্ণুপুরের (Bishnupur) উন্নয়নের কাজে। ‘ডেভেলপমেন্ট ছাড়া আর কিছু ভাববো না’, স্পষ্ট বার্তা তাঁর। রবিবার বিকেলে নিজের ফেসবুক পেজে লাইভ এসেছিলেন সৌমিত্র। তাঁর সাংসদ তহবিল থেকে পলাশডাঙ্গা হাই স্কুল ফুটবল ময়দানে সোলার লাইট এবং বাউন্ডারি ওয়াল বসানোর কাজ শুরু হয়েছিল। ইতিমধ্যেই সেই কাজ সম্পন্ন হয়েছে। তা কাজ দেখতেই আজ সেখানে হাজির হয়েছিলেন তিনি। সেই ভিডিও শেয়ার করে সৌমিত্র ক্যাপশনে লেখেন, ‘ভোট শেষ, এরপর বিষ্ণুপুর লোকসভার ডেভেলপমেন্ট ছাড়া আর কিছু ভাববো না। সোনামুখী বিধানসভার পলাশডাঙ্গা হাই স্কুল ফুটবল ময়দানে আমার সাংসদ তহবিল থেকে সোলার লাইট এবং বাউন্ডারি ওয়ালের কাজ সম্পন্ন হয়েছে। এই সব কাজ দেখতে আজ উপস্থিত ছিলাম। উপস্থিত ছিলেন সোনামুখী বিধানসভার বিধায়ক দিবাকর ঘরামী মহাশয়’।
আরও পড়ুনঃ দিল্লি থেকে ফিরেই ভোলবদল দিলীপের! হঠাৎ বদলে গেলেন BJP নেতা, তাহলে কী…
বিষ্ণুপুরের সাংসদের লাইভ ভিডিওয় দেখা যায়, তিনি আসা মাত্রই কর্মী সমর্থকরা ‘সৌমিত্রদা স্বাগতম’ বলে স্লোগান তুলতে শুরু করেন। এরপর তাঁকে উত্তরীয় পরানো হয়, হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া। এরপর সকলের সঙ্গে হেঁটে মাঠের কাজ পরিদর্শন করেন তিনি। হাসিমুখে দলের কর্মী সমর্থকদের সঙ্গে হাত মেলানো এবং কথা বলতে দেখা যায় তাঁকে। উল্লেখ্য, চব্বিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্রে মুখোমুখি হয়েছিলেন দুই হেভিওয়েট প্রার্থী। BJP-র সৌমিত্রর বিরুদ্ধে TMC দাঁড় করিয়েছিল তাঁরই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলকে। প্রাক্তন দম্পতির এই লড়াইয়ে শেষ হাসি হেসেছেন সৌমিত্র। ফের একবার এই কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন তিনি। এবার ভোট মিটতেই বিষ্ণুপুরের উন্নয়নের কাজে নেমে পড়লেন তাঁদের সাংসদ।