বাংলা হান্ট ডেস্কঃ বড়সড় রদবদল ঘটল বঙ্গ বিজেপিতে। দুদিন আগেই অমিত শাহ জানিয়েছিলেন যে ২০২১ এর ভোটে বিজেপি একছত্র ভাবে এ রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। আর এর জন্য বিজেপি বড়সড় সাংগাঠনিক রদবদল করতে পারে। কথামতো কাজ, ২০২১ এর আগে রাজ্য বিজেপিতে বিপুল পরিবর্তন ঘটল।
প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের যুব সংগঠনের উপর ব্যাপক ভরসা রাখে। আর এবার বঙ্গ বিজেপির সেই যুব সংগঠনের দায়িত্ব পেলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ২০১৯ এর লোকসভা ভোটের আগে উনি বেশ চর্চায় এসেছিলেন। কারণ ওনাকে নিজের এলাকায় প্রচারের জন্য ঢুকতে দেওয়া হয়নি।
নিজের এলাকায় প্রচার না করতে পারলেও দমে থাকেন নি তিনি। রামায়ণে যেমন ভরত শ্রী রাম চন্দ্রের পাদুকা নিয়ে ভগবান রামের অবর্তমানে রাজকাল চালিয়েছিলেন। ঠিক তেমনটা না হলেও, সৌমিত্র খাঁ এর অ-বর্তমানে ওনার সহধর্মিনী সুজাতা খাঁ বিষ্ণুপুর এলাকায় প্রচার চালিয়ে যান।
আর তাঁর ফল স্বরুপ বিষ্ণুপুরে ঢুকতে না পেরেও জয় হাসিল করে নেন সৌমিত্র খাঁ। এরপর আর পিছন ঘুরে তাকান নি তিনি। রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন এবং সুর চরিয়ে বরাবরই মমতা সরকারকে আক্রমণ করে গেছেন সৌমিত্র খাঁ।
তৃণমূল সরকারের প্রতি ঝাঁঝালো আক্রমণের জেরে রাজ্যের যুব কর্মীদের মন জয় করে নিয়েছিলেন সৌমিত্র খাঁ। আর তাঁর জেরেই ওনাকে এবার রাজ্যের যুব মোর্চার দায়িত্ব দেওয়া হল।