বিজেপিতে কোণঠাসা দিলীপ, রাজ্য সভাপতির বৈঠক উপেক্ষা করে আলাদা মিটিং দুই নেতার

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে মুকুল (Mukul Roy)-শুভ্রাংশু এবং সৌমিত্র খাঁ (Saumitra Khan)-কে নিয়ে। শনিবার দিলীপ ঘোষের বৈঠকে উপস্থিত না হয়ে, রবিবার বিকেলে মুকুল রায়ের সল্টলেকের বিডি ব্লকের বাড়িতে সৌমিত্র খাঁর উপস্থিতি নিয়ে তুঙ্গে ওঠে সেই চর্চা।

কিছুদিন আগেই মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে অভিষেকের আগমনে অভিভূত হয় মুকুল পুত্র শুভ্রাংশু। বিগত কিছুদিন ধরেই স্যোশাল মিডিয়ায় করা পোস্ট দেখে বেসুরো মনে হওয়া মুকুল পুত্রর অভিষেক প্রসন্নতা দেখে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। তবে এরই মধ্যে আবার মুকুল রায়ের বাড়িতে সৌমিত্র খাঁর উপস্থিতি, সেই জল্পনা আরও গভীর করে তুলছে।

vbbvbdbk

বিষয়টা হল, শনিবার বাঁকুড়ায় বিজেপির সাংগঠনিক বৈঠকের একটি মিটিং ডাকা হয়েছিল। সেখানে দিলীপ ঘোষের (dilip ghosh) উপস্থিত থাকার কথা ছিল। জেলা মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এই খবর শোনার পরই ওই গ্রুপ থেকে বেরিয়ে যান সৌমিত্র খাঁ। পাশাপাশি তাঁর যুক্তি ছিল, করোনা আবহে বিধি নিষেধ অমান্য করে কোন বৈঠকে যোগ দিতে পারবেন না তিনি। শেষ পযন্ত সৌমিত্র খাঁ বৈঠকে যোগ না দিলেও, শমীক ভট্টাচার্য জানিয়েছে, ফোন বদল করার কারণেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গেছেন সৌমিত্র খাঁ।

অন্যদিকে শনিবার বৈঠকে যোগ না দিলেও রবিবার মুকুল রায়ের বাড়িতে দেখা যায় সৌমিত্র খাঁকে। যদিও তিনি জানিয়েছেন, মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে গিয়েছিলেন তিনি। আর দলে তাঁর এখনও দমবন্ধ হয়নি বলে, বিজেপিতেই রয়েছেন তিনি। সৌমিত্র খাঁ এমন মন্তব্য করলেও, দলীয় বৈঠকে না থেকে মুকুল রায়ের বাড়িতে যাওয়াতে দলবদলের একটা জল্পনা তৈরি হয়েছে তাঁর বিরুদ্ধে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর