মেলা-খেলার জন্যই করোনার বাড়াবাড়ি, মমতাকে দুষে পুরভোট স্থগিতের আর্জি সৌমিত্র’র

বাংলাহান্ট ডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউ পেরিয়ে এবার তৃতীয়র দিকে পা বাড়চ্ছে বাংলা। পূর্বের স্মৃতি মানুষের স্মৃতিপটে আবছা হয়ে গেলেও, বড়দিন, বর্ষশেষ এবং বর্ষবরণের হুল্লোড়ের পর, সংক্রমণের মাত্রা আবারও সব স্মরণ করিয়ে দিচ্ছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) কাছে এক বিনীত আর্জি জানালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan)।

করোনার গ্রাফ যখন আবার ঊর্ধ্বমুখী হচ্ছে, তখন সামনেই রয়েছে বাংলার চার পুরনিগম ভোট। আর সেই ভোটের প্রস্তুতিও চলছে দিকে দিকে। এই পরিস্থিতিতে ‘হাতজোড়’ করে মুখ্যমন্ত্রীর কাছে ‘এই অবস্থায় নির্বাচন করবেন না’ বলে আর্জি জানালেন সৌমিত্র খাঁ।

2021 11 30T115842Z 1161395282 RC2S4R928C2Y RTRMADP 3 HEALTH CORONAVIRUS INDIA

রাজ্যে উত্তরোত্তর বাড়ছে করোনা সংক্রমণ। রিপোর্ট অনুযায়ী, বুধবার দৈনিক সংক্রমণের গন্ডি ১৪ হাজার পেরিয়ে গেছে। এই পরিস্থিতিতে আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা নির্দেশিকা মেনেই নির্বাচনের কাজ করার নির্দেশ দিয়েছে কমিশন। আর সেই ভাবেই এগোচ্ছে কাজ।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাছে সৌমিত্র খাঁর আর্জি, ‘বিভিন্ন রকম খেলা, মেলা, উৎসবের কারণেই আবারও করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। তাই এই পরিস্থিতিতে পুরসভা নির্বাচন না করে আরও চার- পাঁচ মাস পর করোনা সংক্রমণ কমলে, তখন করা হোক। আগে রাজ্য করোনা মুক্ত হোক, তারপর পুরসভাগুলির নির্বাচন করা যাবে। মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, এইভাবে বিপদের দিকে ঠেলে দেবেন না বাংলার মানুষকে’।

soumitra khan bankura rally

মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে সৌমিত্র খাঁ আরও বলেন, ‘গত আড়াই বছর ধরে পুরসভায় নির্বাচন স্থগিত থাকায়, তৃণমূলের লোকরাই সবটা দেখছে। আর এই পরিস্থিতিতে নির্বাচন আরও চার- পাঁচ মাস পিছিয়ে দিলে, কোন সমস্যা হত না। ২৫ শে ডিসেম্বরের আগে সংক্রমণ এতোটা ছিল না। আর এভাবে সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর