বাংলা হান্ট ডেস্কঃ আজ বিজেপি ছেড়ে তৃণমূলে (All india trinamool congress) যোগ দিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ তথা বাংলা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) স্ত্রী সুজাতা খাঁ (sujata khan)। সাংসদের স্ত্রী তৃণমূলে যোগ দিয়ে বলেছেন, বিজেপি যোগ্য লোককে সন্মান দেয় না। শুধু সুযোগ সন্ধানীরা বিজেপিতে সুযোগ পাচ্ছে। ওই দলে আমার দম বন্ধ হয়ে আসছিল। তৃণমূলে এসে স্বস্তির নিঃশ্বাস নিলাম। তিনি এও অভিযোগ করে বলেন যে, লড়াই করেও আমি বিজেপিতে যোগ্য সন্মান পাইনি।
সুজাতা খাঁয়ের দল ছাড়ার পর ব্যাক্তিগত ভাবে সাংবাদিক বৈঠক করেন যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। তিনি এই সাংবাদিক বৈঠকে কেঁদেও ফেলেন। তিনি শাসক দল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে, তৃণমূল আমার ঘর ভেঙে দিল। স্ত্রী সুজাতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আজ থেকে তোমায় খাঁ পদবী থেকে মুক্তি দিলাম।” তিনি বিজেপির কেন্দ্রীয় নেতাদের সাথে সুজাতা খাঁয়ের সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘অমিত শাহ ওঁকে খুব ভালবাসত। জেপি নাড্ডা ওঁকে বৌদি বলে ডাকত।”
সৌমিত্র খাঁ সাংবাদিক বৈঠক থেকে বলেন, ‘আমার সমস্ত সম্পত্তির নমিনি তুমি ছিলে, কিন্তু আজ থেকে সব জনগণের নামে করছি।” তিনি আরও বলেন, ‘যে অভিষেক তোমার বাড়ি ভেঙেছিল, আজ তারই নীচে কাজ করবে তুমি।” তিনি স্ত্রী সুজাতার অভিযোগের পাল্টা বলেন, ‘বিজেপিতে যোগ্য ব্যক্তিরা জায়গা পায়, তার প্রমান নরেন্দ্র মোদি, দিলীপ ঘোষ আর স্বয়ং আমি।”
সৌমিত্র খাঁ বলেন, ‘তোমার চাকরি যেদিন চলে যায়, সেদিন আমি বলি আমার বেতনের অর্ধেক টাকা তোমাকে দিয়ে দেব। প্রতিমাসের ১ তারিখ তোমাকে না জানিয়েই তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম। তোমার এই চাকরি কেড়ে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়।” তিনি বলেন, আমি তোমার কাছে ঋণি তুমি আমাকে খুব সাহাজ্য করেছ, তুমি আমার জয়ের জন্য ঝাঁপিয়ে পড়েছিলে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার