আমার সমস্ত সম্পত্তির নমিনি তুমি ছিলে, কিন্তু আজ থেকে সব জনগণের নামে! ঘোষণা সৌমিত্র খাঁয়ের

বাংলা হান্ট ডেস্কঃ সৌমিত্র খাঁ প্রেস কনফারেন্সে বলেন, অভিষেক বাবু আর সৌগত বাবু শুনে রাখুন, আমার একটাই ভয় ছিল সুজাতা (sujata khan) আর সুজাতার পরিবার। আমার একটাই পিছুটান আর দুর্বলতা ছিল, সেটা ছিল সুজাতা। এখন থেকে আমি একা। আমি দীপ্ত কন্ঠে বলছি তৃণমূলকে হটাতে আমি প্রতিদিন লড়াই করব। আমার বৃদ্ধ বাবা-মা ছাড়া আর কেউ নে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করে বলছি দয়া করে ওঁকে খুন করে দেবেন না। ওঁকে ওঁর মতো রাজনীতি করতে দিন। ঘৃণ্য রাজনীতিতে ওনাকে ফাঁসাবেন না।

তিনি বলেন, একজনের সংসার ভেয়ে রাজনীতি করলেন? একবারও লজ্জা করল না? ভারতীয় জনতা পার্টি পরিবারতন্ত্রের বিরুদ্ধে। বিজেপিতে স্বামী-স্ত্রী টিকিট পেতে পারে না। তাই বলে আপনারা এমন ভাবে ভুল বুঝিয়ে সংসার ভেঙে দিলেন? তৃণমূল কংগ্রেসের দম থাকলে আমার এলাকার সাতটি বিধানসভার একটা জিতে দেখান। আজ থেকে আমি ১২ ঘণ্টার জায়গায় ২০ ঘণ্টা বিজেপিতে সময় দেব। আপনারা আমার সংসার ভেঙেছেন আমি আপনাদের দল ভাঙব।

তিনি বলেন, সুজাতা যারা তোমার ঘর ভেঙেছিল, যারা তোমার বিদ্যুতের লাইন কেটে দিয়েছিল, তাদের দলে যোগ দিলে? তুমি বলেছিলে, অভিষেকের জ্বিভ কেটে রাস্তার কুকুরকে খাওয়াব। যেই অভিষেক তোমার বাড়িতে হামলা করেছিলাম সেখানে তুমি যোগ দিলে? তিনি বলেন, সুজাতা আমার সমস্ত সম্পত্তির নমিনি থেকে তোমাকে সরিয়ে দিলাম। আমার সম্পত্তি আজ থেকে জনগণের নামে।

তিনি বলেন, সুজাতা তোমার যদি কিছু প্রাপ্য থাকে, তাহলে আমি সেগুলো তোমাকে এক সপ্তাহের মধে দিয়ে দেব। তোমার কিছু যদি আমার কাছে থাকে তাহলে তুমি নিজের আইনজীবীকে নিয়ে এসো সব ফেরত দিয়ে দেব।

Koushik Dutta

সম্পর্কিত খবর