বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি বিজেপি শিবিরের ছত্রছায়া ত্যাগ করে তৃণমূলে গিয়ে নাম লিখিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ (tanmoy ghosh)। একুশের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর একে একে যেভাবে তৃণমূলমুখী হতে শুরু করেছিল, তাঁদের মধ্যে তন্ময় ঘোষ অন্যতম। আর এই বিষয়কে কেন্দ্র করে বৃহস্পতিবার তন্ময় ঘোষকে তুলোধনা করলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan)।
বৃহস্পতিবারের দলীয় এক কর্মসূচীতে যোগ দিয়ে তন্ময় ঘোষকে কটাক্ষ করে সৌমিত্র খাঁ বলেন, ‘তৃণমূল দলটা খুব শীঘ্রই উঠে যাবে। ইতিহাস সাক্ষী আছে, ২০ বছরের বেশি কোন আঞ্চলিক রাজনৈতিক দল এদেশে টিকে থাকতে পারেনি। আর সেই হিসেব করে দেখতে গেলে, তৃণমূলের হাতে আর মাত্র কয়েকটা বছর বাকি রয়েছে। এই দল শীঘ্রই উঠে যাবে। এরপর বিজেপি সরকার গড়বে’।
এদিনের দলীয় কর্মসূচী থেকে সৌমিত্র খাঁ আরও বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে দলীয় কর্মীদের একাংশের নিষেধাজ্ঞা অমান্য করেই ”কয়লা” থেকে ”হিরে” পাওয়ার লক্ষ্যে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তন্ময়কে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু দলের সেই সিদ্ধান্ত ভুল ছিল। ওকে আবারও ”কয়লা” করেই ছাড়ব। নাক ঘষে ফিরতে হবে বিজেপিতে’।
বিষ্ণুপুরে গিয়ে করা শুভেন্দু অধিকারীর দুইটি বৈঠকে অনুপস্থিতির প্রসঙ্গে সৌমিত্র খাঁ বলেন, ‘আমার করা একটি ফেসবুক পোস্ট নিয়ে শুভেন্দু বাবুর সঙ্গে যে সমস্যা হয়েছিল, তা মিটে গেছে’। তবে এদিন তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বিষ্ণুপুরে তৃণমূলের ৪ টি ভাগ আছে। আর এই বিষয়টিকেই আমাদের পুরসভা নির্বাচনে কাজে লাগাতে হবে’।