বাংলা হান্ট ডেস্কঃ এলাকাবাসীর স্বপ্ন পূরণের বিষয়ে এককথায় ‘অপ্রতিরোধ্য’ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)। ‘বিষ্ণুপুর অন্ত প্রাণ’ তাঁর। তাই এলাকাকে ঢেলে সাজাতে প্রায় প্রতি নিয়ত কোনো না কোনো উদ্যোগ নিয়ে চলেছেন তিনি। ঠিক যেমন প্রতিশ্রুতি মত গত বছর থেকে সংযুক্ত হয়েছে বাঁকুড়া-মসাগ্রাম রেললাইন। যার ফলে উপকৃত হয়েছেন পুরুলিয়া ও বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকার মানুষ।
জোড়া সুখবর ভাগ করে নিলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)
বর্ধমানের কর্ড লাইনের সঙ্গে এই রেললাইনকে সংযুক্ত করার পিছনেও বিরাট অবদান রয়েছে সৌমিত্র খাঁ’র (Saumitra Khan)। আর এবার সমগ্র বিষ্ণুপুরবাসীর জন্য আরও এক জোড়া উপহার নিয়ে হাজির হয়েছেন তিনি। জানা যাচ্ছে, সব ঠিক থাকলে, এবার খুব তাড়াতাড়ি বাঁকুড়া থেকে ভায়া মসাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত একটি নতুন ইন্টারসিটি ট্রেন চালু হবে। এছাড়াও আরও একটি সুখবর দিয়েছেন তিনি।
আরও পড়ুন: লন্ডনের বাণিজ্য সম্মেলন নিয়ে আশাবাদী মমতা! কোন কোন শিল্প আসবে বাংলায়?
আসলে তাঁর অনেকদিনের স্বপ্ন ছিল জয়রামবাটি স্টেশন থেকে বড় গোপীনাথপুর স্টেশন পর্যন্ত রেল লাইন চালু করার। এবার সেই স্বপ্ন পূরণ হয়েছে। এমনকি কবে থেকে ট্রেন চলবে সেই দিনক্ষণও জানিয়ে দিয়েছেন সৌমিত্র (Saumitra Khan) বাবু। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই আনন্দের খবর ভাগ করে নিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে সৌমিত্র খাঁ জানিয়েছেন,’বিষ্ণুপুর অন্তই আমার প্রাণ। কয়েকদিন আগে আমি সম্মানীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে বাঁকুড়া থেকে ভায়া মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত যে নতুন ইন্টারসিটি ট্রেনের জন্য আবেদন করেছিলাম আজ সেটা পাস হয়ে গেল তার চিঠিও চলে এসেছে এবং আমার যেটা স্বপ্ন ছিল দীর্ঘদিন ধরে জয়রামবাটি স্টেশন থেকে বড় গোপীনাথপুর স্টেশনে রেললাইন এর কাজ কমপ্লিট হয়ে গেছে এবং ২৭ তারিখ ট্রেন যাবে।’