বাংলা হান্ট ডেস্কঃ বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁয়ের (Saumitra Khan) হাত ধরেই প্রতি মুহূর্তে নতুন রূপে সেজে উঠছে বিষ্ণপুর তথা বাঁকুড়া। এবার আরও বড় চমক। এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একেবারে নতুন দিগন্ত খুলে দিতে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের কাছে বেলিয়াতর থেকে দুর্গাপুর এবং বাঁকুড়া থেকে রানীগঞ্জ পর্যন্ত নতুন রেলপথ তৈরির প্রস্তাব পাঠিয়েছিলেন সৌমিত্র খাঁ। আর এবার তাঁর সেই প্রস্তাবেই সিলমোহর দিয়েছে রেল মন্ত্রক।
সৌমিত্র খাঁ-এর (Saumitra Khan) উদ্যোগে বিষ্ণুপুরবাসীর জন্য চালু হচ্ছে একজোড়া রেল প্রকল্প
আজই বিষ্ণুপুরের সাংসদকে (Saumitra Khan) রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে তাঁর প্রস্তাবিত বেলিয়াতর থেকে দুর্গাপুর পর্যন্ত নতুন রেলপথ তৈরীর কাজ শুরু হতে চলেছে। জানা যাচ্ছে ইতিমধ্যেই বেলিয়াতর থেকে দুর্গাপুরের ২৮ কিলোমিটারের নতুন রেলপথ নির্মাণের সমীক্ষার কাজ শুরু হয়ে গিয়েছে। এই বিশেষ দিনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সৌমিত্রবাবু (Saumitra Khan)। তাই এদিন রেলমন্ত্রকের তরফে পাঠানো চিঠি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক দীর্ঘ বার্তা লিখেছেন তিনি।
সেই পোস্টের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে সৌমিত্র খাঁ (Saumitra Khan) লিখেছেন, ‘আজ সত্যিই আমি গর্ববোধ করি যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বাধীন সরকারের একজন সাংসদ সদস্য আমি। এবং সেইসাথে আমি আনন্দিত যে বিষ্ণুপুর লোকসভা এলাকা, যে এলাকার মানুষ আমার উপর ভরসা করেছেন, আস্থা রেখেছেন তাদের জন্য ন্যূনতম কাজ করতে পারছি। গোটা বিষ্ণুপুর তথা বাঁকুড়াকে সামগ্রিক যোগাযোগের ক্ষেত্রে রেলপথের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের রেল মন্ত্রকের একের পর এক উদ্যোগ যা খুব শীঘ্রই বিষ্ণুপুর তথা সমগ্র বাঁকুড়াকে এক অন্যতম গতিশীল জেলায় রূপান্তরিত করতে চলেছে।’
আরও পড়ুন: শহরের ধাঁচে প্রত্যেক জেলায় হবে শপিং মল থেকে সিনেমা হল! বিরাট ঘোষণা মমতার
এরপরেই আবেগপ্রবণ হয়ে সৌমিত্র (Saumitra Khan) বাবু লিখেছেন, ‘আজ যখন রেলমন্ত্রক হতে পত্র মারফত আমি জানতে পারি যে, বেলিয়াতর থেকে দুর্গাপুর এবং বাঁকুড়া থেকে রানীগঞ্জ আমার প্রস্তাবিত নতুন রেলপথের কাজ এগিয়ে চলেছে তখন বিশ্বাস করুন আমি আবারো নস্টালজিয়ায় ভুগতে শুরু করি! বেলিয়াতর থেকে দুর্গাপুর ২৮ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের লক্ষ্যে সমীক্ষার কাজ শুরু হচ্ছে।’
সেইসাথে এদিন তিনি জানিয়েছেন, ‘ইতিপূর্বেই, আমার আবেদনে সাড়া দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর নেতৃত্বে রেল মন্ত্রকের পক্ষ থেকে বিষ্ণুপুর রেল স্টেশন এবং ওন্দা রেল স্টেশনে আমূল পরিবর্তণ এনে মডেল স্টেশনে রূপান্তর হয়েছে। মশাগ্রাম থেকে বাঁকুড়া নতুন রেলপথের বিস্তারের পাশাপাশি খুব দ্রুতই এই নতুন রেল পথ দিয়ে যাত্রীবাহী এবং পণ্যবাহী রেলের চাকা এগিয়ে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র। অন্যদিকে বিষ্ণুপুর তথা সমগ্র পশ্চিমবঙ্গের অত্যন্ত শ্রদ্ধার স্থান জয়রামবাটি, সেখানেও নতুন রেলপথ, একাধিক নতুন রেল স্টেশনের কাজ জোর কদমে চলছে।’