বাংলা হান্ট ডেস্কঃ ভোটে হার আর বিজেপি (Bharatiya Janata Party) ক্ষমতায় না আসার পর থেকেই রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) গেরুয়া শিবিরের থেকে দূরত্ব বজায় রেখেই চলছিলেন। বেশ কিছুদিন ধরেই ওনার তৃণমূলে যাওয়া নিয়ে জল্পনাও চলছিল, আর সেই জল্পনার অবসান ঘটে গতকাল। রবিবার ত্রিপুরার রাজধানী আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি সভায় যোগ দিয়ে ফের তৃণমূলে ফিরে জান রাজীববাবু। আর এরপর থেকে ওনাকে একদিকে যেমন বিজেপির তরফ থেকে আক্রমণ করা হচ্ছে, তেমন ছাড়ছে না তৃণমূলও।
রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিজেপি ছাড়ার প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া দেন বিষ্ণুপুরের সাংসদ তথা বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan)। তিনি রাজীববাবুকে চায়ের ভাঁড়ের সঙ্গে তুলনা করে বলেন, ‘চা খাচ্ছি, চা খেয়ে নিয়ে ভাঁড়টা ফেলে দেব। রাজীব দার পরিস্থিতিও চায়ের ভাঁড়ের মতো। রাজীব দা রাজনীতি এখনও বুঝতে পারছেন না। ওনাকে অনেকবার বলেছি Cerelac খেতে।”
সৌমিত্রবাবু বলেন, ‘যারা যারা বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছেন, তাঁদের কী অবস্থা দেখেই বোঝা যাচ্ছে। চা খাওয়ার আগে যেমন ভাঁড়টিকে যত্ন করে রাখা হয় আর চা খাওয়া হইয়ে গেলে ভাঁড় ফেলে দেওয়া হয়, রাজীব দার অবস্থা তেমন হবে।” সৌমিত্রবাবু রাজীব ব্যানার্জীর মন্ত্রী থাকাকালীন হওয়া দুর্নীতির কথা টেনে এনেও ওনাকে তুলোধোনা করেন।
তবে শুধু সৌমিত্র খাঁ না, রাজীব ব্যানার্জীকে আক্রমণ করেছেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। তিনি রাজীব ব্যানার্জীকে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত নেতা বলে আখ্যা দিয়েছেন। এমনকি তিনি এও অভিযোগ করেছেন যে, রাজীববাবুর টাকা নাকি দুবাইতে খাটে। রবিবার তৃণমূলে যোগ দেওয়ার পর থেকে রাজীববাবুর উপরে একের পর এক আক্রমণ নেমে এলেও তিনি এখনও এই বিষয় নিয়ে মুখ খোলেন নি।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!