খুনিদের মাটি খুঁড়ে বের করে শাস্তি দেব! দিলীপ কীর্তনিয়ার পরিবারের পাশে দাঁড়িয়ে ঘোষণা সৌমিত্র খাঁ-এর

বাংলা হান্ট ডেস্কঃ গত ৩ বছরে রাজনৈতিক বলি হয়েছে ২০০ জনের বেশি, শুধু ভারতীয় জনতা পার্টির ১৫০ জনের বেশি নেতা ও কর্মীর হত্যা হয়েছে। বাংলায় পঞ্চায়েত ভোটের সময় ১০০ জন বিজেপির সক্রিয় কর্মী কে হত্যা করা হয়। কখনো দেখা গেছে MLA কে হত্যা করে প্রকাশ্যে তার গলায় দড়ি পরিয়ে দেওয়া হয়েছে, কখনো গুলি করে মারা হয়েছে বিজেপি কর্মীদের।

গতকাল রাতে চাকদহের বিজেপির সক্রিয় কর্মী দিলীপ কীর্তনিয়াকে রাতের অন্ধকারে তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করে বলে দাবি করেছে বিজেপি। রবিবার বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল নদিয়াতে দিলীপ কীর্তনিয়ার বাড়িতে যায়। তাদের সব রকম পাশে থাকার আশ্বাস ও দেয় বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।

এই ব্যাপারে সৌমিত্র খাঁ বলেন দিনের পর দিন আমাদের নেতা-কর্মীদের মারা হচ্ছে। আগামী ২ তারিখ বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার সাথে সাথেই আমরা সব তদন্ত করাব। কে বা কারা এই হত্যালীলা চালিয়েছে তাঁদের মাটি খুঁড়ে বের করব এবং উপযুক্ত শাস্তি দেবো।

সৌমিত্র খাঁ আরো বলেন ২০০ বেশি আসন নিয়ে বিজেপি বাংলায় সরকার গঠন করবে এবং নদিয়াতে মুকুল রায় যে আসনে দাঁড়িয়েছেন, সেই আসনে তিনি এক লক্ষেরও বেশি ভোটে জিতবেন এবং নদিয়ার ১৭টি বিধানসভার মধ্যে ১৫টি বিধানসভায় বিজেপি ঝুলিতে যাবে।

সৌমিত্র খাঁ বলেন, এর আগে রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন বিজেপির একাধিক নেতা কর্মীরা। সেই খাতায় আরো একটি নাম যুক্ত হলো। রাজ্যের মানুষের মনে এখন একটাই প্রশ্ন যে, আর কতদিন এই হত্যালীলা চলবে?

সৌমিত্র খাঁ আরো বলেন শীতলকুচিতে যে ১৮ বছরের বিজেপি সমর্থক কে গুলি করা হয়েছিল তাঁর জন্য মুখ্যমন্ত্রীর কোনও সমবেদনা নেই। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি করছেন। সৌমিত্র খাঁ বলেন, প্রতিটি মৃত্যুই দুঃখজনক। বিজেপি কোনদিনও এই মৃত্যুর রাজনীতিকে সমর্থন করে না।

Koushik Dutta

সম্পর্কিত খবর