দেশজুড়ে গেরুয়া ঝড়ের পর বিষ্ণুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সৌমিত্র জায়া সুজাতা খাঁ দেখে নিন

ইন্দ্রানী সেন, বাঁকুড়া:

“২০১৯ তৃণমূল ফিনিশ আর ২০১৯ ওরা বুঝবে বিজেপি কি জিনিস” বৃহস্পতিবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র থেকে বিরোধীদের দিতে এই তীর ছুঁড়ে দিলেন সৌমিত্র জায়া সুজাতা খাঁ। কতটা খুশি এই প্রশ্নের উত্তরে সুজাতা খাঁ বলেন, মানুষের জয় অধর্মের প্রতি ধর্মের জয়। এই জয় গেরুয়া শিবিরের। কথা দিয়েছিলাম বিষ্ণুপুর লোকসভা মোদীজীকে উপহার দেব। স্বামীর ঘোর বিপদের দিনে পাশে থেকে লড়াই করেছি। একজন স্ত্রী হিসাবে এর থেকে বড় পাওয়া কিছু নেই। মানুষের আর্শীবাদ আর আমাদের পরিশ্রম আজ সার্থক।

 

বিষ্ণুপুর কেন্দ্র বাঁকুড়া জেলাতে প্রবেশাধিকার নিষেধ প্রার্থীর এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীদের কটুক্তি সোস্যাল মিডিয়ায় বিভিন্ন বিতর্কিত মন্তব্য পোস্ট এত কিছুর পরেও এই জয় ভাবতে পেরেছিলেন কি এই যুদ্ধ জয় নিয়ে।

05dce img 20190523 wa0077

এই প্রশ্নের উত্তরে সুজাতা খাঁ বলেন, সমস্তটাই আপনাদের ভালবাসার ফল। এই জয় গেরুয়া শিবিরের আমার সৌমিত্রদার বিজেপি পার্টির সর্বোপরি এই জয় ধর্মের জয়।

সম্পর্কিত খবর