আরজি কর কাণ্ডে অশান্ত বাংলা! রাজ্যকে বাঁচাতে ৩৫৫ ধারা জারির আর্জি, আইনমন্ত্রীকে চিঠি সৌমিত্রর

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুনের ঘটনায় বর্তমানে উত্তাল রাজ্য রাজনীতি। প্রায় নিত্যদিনই পশ্চিমবঙ্গের নানান প্রান্তে মিছিল বেরোচ্ছে না। সোমবার যেমন লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। এই আবহে এবার রাজ্যে ৩৫৫ ধারা জারি করার আর্জি জানিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীকে চিঠি লিখলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

  • কেন্দ্রীয় আইনমন্ত্রীকে চিঠি সৌমিত্রর (Saumitra Khan)

মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিজেপি (BJP) সাংসদ। ক্যাপশনে লেখা, ‘পশ্চিমবঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব ৩৫৫ ধারা জারি করা উচিত। তাহলে পশ্চিমবঙ্গকে বাঁচানো সম্ভব’। এই পোস্টের সঙ্গে একটি চিঠির ছবিও শেয়ার করেছেন সৌমিত্র। আজ কেন্দ্রীয় আইনমন্ত্রীকে সেই চিঠি দিয়েছেন তিনি।

   

  1. কী লিখেছেন বিষ্ণুপুরের সাংসদ?

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে (Arjun Ram Meghwal) লেখা সেই চিঠিতে সৌমিত্র লিখেছেন, ‘৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে একটি ভয়ানক ঘটনা ঘটেছে। একজন চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দেশের সকল মানুষের মনে ক্ষোভের সঞ্চার করেছে। যে কারণে কলকাতা সহ দেশের নানান রাজ্যের ছাত্ররা প্রতিবাদে নেমেছেন’।

আরও পড়ুনঃ বিধায়ক লাভলির বিরুদ্ধে দায়ের অভিযোগ, RG Kar কাণ্ডের মাঝেই আরও অস্বস্তিতে তৃণমূল

সৌমিত্র (Saumitra Khan) আক্ষেপের সঙ্গে জানিয়েছেন, ৯ আগস্টের পর থেকে রাজ্যের কানুনব্যবস্থার স্থিতি একেবারে খারাপ হয়ে গিয়েছে। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে কলকাতা পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের ব্যবহার, জলকামানের ব্যবহারের কথাও কেন্দ্রীয় আইনমন্ত্রীকে জানিয়েছেন বিজেপি সাংসদ। আরজি করের ধর্ষণ-খুনের ঘটনার প্রমাণের সঙ্গে পুলিশ কাঁটাছেড়া করেছে অথবা নষ্ট করে দেওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

saumitra khan

লাগাতার সংবিধান লঙ্ঘন এবং বিনাশের কারণে কেন্দ্রীয় আইনমন্ত্রীর কাছে পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা জারি করার আবেদন জানিয়েছেন বিষ্ণুপুরের সাংসদ (Saumitra Khan)। একইসঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর