বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের কারণে বেশ কয়েক দিন দেশের বাইরে ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (BCCI president sourav ganguly)। তবে দেশে ফিরেই পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সেইসঙ্গে দেশবাসীকেও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। শনিবার দীপাবলি উপলক্ষে টুইট করে সৌরভ গাঙ্গুলী লিখেন, ” সবাইকে দীপাবলীর শুভেচ্ছা, আলোর উৎসব যেন সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে।”
Wish all a happy diwali ..may the festival of lights bring happiness and prosperity to all .. pic.twitter.com/qIOHfRZoWW
— Sourav Ganguly (@SGanguly99) November 14, 2020
যেহেতু এই বছর দেশের বাইরে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে সেই কারণে বেশ কয়েকদিন সংযুক্ত আরব আমিরশাহীতে ছিলেন দাদা। গত 4 ই নভেম্বর আইপিএলের বিশেষ কাজে দুবাই উড়ে যায়, সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরেই পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। মেয়ের সানার সঙ্গে দীপাবলি উৎযাপনের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেন মহারাজ।
https://www.instagram.com/p/CHk-MW6AQZt/?igshid=12vtvzs64y7ci
উল্লেখ্য, দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, বীরেন্দ্র শেওয়াগ, সুরেশ রায়না ও সাইনা নেওয়ালের মতো তারকারাও।