মেয়ে সানার সঙ্গে দীপাবলির আনন্দে মেতে উঠলেন সৌরভ, স্যোসাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলের কারণে বেশ কয়েক দিন দেশের বাইরে ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি (BCCI president sourav ganguly)। তবে দেশে ফিরেই পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। সেইসঙ্গে দেশবাসীকেও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। শনিবার দীপাবলি উপলক্ষে টুইট করে সৌরভ গাঙ্গুলী লিখেন, ” সবাইকে দীপাবলীর শুভেচ্ছা, আলোর উৎসব যেন সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনে।”

যেহেতু এই বছর দেশের বাইরে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে সেই কারণে বেশ কয়েকদিন সংযুক্ত আরব আমিরশাহীতে ছিলেন দাদা। গত 4 ই নভেম্বর আইপিএলের বিশেষ কাজে দুবাই উড়ে যায়, সম্প্রতি তিনি দেশে ফিরে আসেন। দেশে ফিরেই পরিবারের সঙ্গে দীপাবলি উদযাপন করেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী। মেয়ের সানার সঙ্গে দীপাবলি উৎযাপনের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেন মহারাজ।

https://www.instagram.com/p/CHk-MW6AQZt/?igshid=12vtvzs64y7ci

উল্লেখ্য, দীপাবলি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, বীরেন্দ্র শেওয়াগ, সুরেশ রায়না ও সাইনা নেওয়ালের মতো তারকারাও।

X