বাংলা হান্ট নিউজ ডেস্ক: কোয়ার্টার ফাইনালে দ্বিশতরান করার পর সেমিফাইনাল ও ফাইনালেও শতরান। কিন্তু তবে মহারাষ্ট্রকে বিজয় হজারে ট্রফি জেতাতে পারলেন না রুতুরাজ গায়কোয়াড। ২রা ডিসেম্বর মহারাষ্ট্রকে ৫ উইকেটে নিজেদের দ্বিতীয় বিজয় হাজারে ট্রফি জিতলো সৌরাষ্ট্র। আজকের আগে ২০০৭-০৮ মরশুমে এই ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট প্রতিযোগিতা জিতে ছিল তারা।
আজ প্রথমে ব্যাট করে রুতুরাজ গায়কোয়াড়ের শতরানে ভর করে সৌরাষ্ট্রর সামনে ২৪৮ রানের টার্গেট রেখেছিল মহারাষ্ট্র। বেশি ঘাম না ঝড়িয়েই সেই রান তাড়া করে ফেলে সৌরাষ্ট্র। ৩.৩ ওভার আগেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় তারা। কলকাতা নাইট রাইডার্সের ব্রাত্য শেলডন জ্যাকসন ঐদিন ১৩৩ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন।
মহারাষ্ট্রের কোনও বোলার আর জ্যাকসনকে আউট করতে পারেননি। তিনি আজ ১৩৬ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন যেটি সাজানো ছিল ৫ টি ছক্কা এবং ১২ টি চার দিয়ে। রুতুরাজের শতরানকে ছাপিয়ে ফাইনালে নায়ক হয়ে গেলেন তিনি।
রুতুরাজ আজ নিজের স্বাভাবিক মেজাজের চেয়ে অনেক কম আগ্রাসী ব্যাটিং করেছেন। ১০৮ রান করতে তিনি খরচ করেছেন ১৩১টি বল। এছাড়া আজিম কাজি ৩৭ এবং নওশাদ শাইখ করেন ৩১ রান করেছিলেন আজ। ম্যাচ হেরে টসভাগ্যকে কিছুটা দায়ী করেছেন রুতুরাজ।
তবে ম্যাচ হারার পরেও সতীর্থদের চেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন তিনি। তিনি বলেছেন যে তিনি ভেবেছিলেন ২৫০-এর আশেপাশে রান এই পিচে ম্যাচ জেতার জন্য যথেষ্ট হবে কিন্তু তেমনটা হয়নি। ট্রফি হাতে না উঠলেও সাতটি শত রান এবং একটি দ্বিশতরান করে এই বিজয় হাজারে ট্রফির সেরা পারফর্মার কিন্তু চেন্নাই সুপার কিংস তারকাই।