হাসপাতালের করিডরেই চলছে ছবির প্রস্তুতি, তবুও ঐন্দ্রিলা-সব্যসাচীকে ছেড়ে যেতে নারাজ সৌরভ

বাংলাহান্ট ডেস্ক: একদিকে যখন অসু্স্থ ঐন্দ্রিলা শর্মাকে (Aindrila Sharma) বদল করে অন্য অভিনেত্রীকে নিয়ে শুটিং হচ্ছে, সেখানেই বন্ধুর পাশে থাকার জন্য হাসপাতালের করিডোরকেই অভিনয়ের মহড়া দেওয়ার স্থান বানিয়ে ফেলেছেন সৌরভ দাস (Saurav Das)। গত আট দিন ধরে হাসপাতালে রয়েছেন ঐন্দ্রিলা। প্রেমিকার পাশ থেকে এক মুহূর্তের জন্য সরতে নারাজ সব্যসাচী চৌধুরী। আর বন্ধুর দুঃসময়ে তাঁকে একা ফেলে পালানোর মানুষ নন সৌরভ। তাই নিজেই মাথা খাটিয়ে বের করে ফেলেছেন এক উপায়।

দুবার ক্যানসার জয় করার পরেও ফের ঐন্দ্রিলাকে কঠিন পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে জীবন। গত মঙ্গলবার আচমকাই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান সব্যসাচী এবং তাঁর পরিবারের সদস্যরা। মস্তিষ্কে অস্ত্রোপচার করার পর থেকেই শয্যাশায়ী রয়েছেন তিনি।

Aindrila saurav
সব্যসাচী সেদিন থেকেই হাসপাতালে পড়ে রয়েছেন সবসময়। ঐন্দ্রিলার পরিবারের সদস্যরা দু বেলাই আসছেন দেখা করতে। সব্যসাচীর বন্ধু সৌরভ এবং দিব্য প্রত্যেক রাতে থাকছেন তাঁর সঙ্গে। অভিনেতার কথায়, যতক্ষণ পারেন তিনি থাকবেন বন্ধুর পাশে।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সৌরভ জানান, প্রত্যেক রাতে তাঁরা হাসপাতালে করিডরে কাটান। দুপুরের দিকে তিনি হাসপাতাল থেকে বেরোন। মাস কয়েক আগে তিনি এবং সব্যসাচী মিলে একটি ক্যাফে খুলেছিলেন। সেই ক্যাফেতে যেতে হয় তাঁকে। আবার কিছু খাবার প্যাক করে রাতে ফিরে আসেন হাসপাতালে।

সৌরভকে আগামীতে ‘বিবাহ অভিযান ২’ ছবিতে দেখা যাবে। তাই হাসপাতালেই মহড়া দেওয়া শুরু করে দিয়েছেন তিনি। শুটিংয়ের জন্য বন্ধুকে ছেড়ে যেতেই হবে তাঁকে, কিন্তু যতক্ষণ পারবেন ততক্ষণ সব্যসাচীর পাশেই থাকবেন, জানান সৌরভ। থাইল্যান্ডে হবে বিবাহ অভিযান ২ এর শুটিং। সৌরভকেও যেতে হবে ছবির টিমের সঙ্গে।

এর আগে ঐন্দ্রিলাকে ‘ফাইটার’ তকমা দিয়ে সৌরভ বলেছিলেন, ও আগেও জিতেছে আর এবারেও জিতবে। ঐন্দ্রিলার পরিবার লড়ছে, গোটা হাসপাতাল লড়াই করছে। ও ভাল হয়ে উঠবেই, এর কোনো অন‍্যথা হবে না। দৃঢ় বিশ্বাস নিয়ে বলেন অভিনেতা। ঐন্দ্রিলার সমস্ত অনুরাগীদেরও একটাই প্রার্থনা, ফের বিজয়ীর হাসি নিয়ে ফিরে আসুন তিনি।

Niranjana Nag

সম্পর্কিত খবর