বাংলাহান্ট ডেস্ক: গতকালই প্রকাশ্যে এসেছে আসন্ন বিধানসভা নির্বাচনে (election) তৃণমূলের (tmc) প্রার্থী তালিকা। আশ্চর্যজনক ভাবে বহু পুরোনো মুখই এবার বাদ পড়েছে প্রার্থী তালিকা থেকে। একাধিক মন্ত্রীও এবার টিকিট পায়নি। বদলে এসেছে বহু নতুন মুখ, বেড়েছে মহিলা প্রার্থীর সংখ্যা। তারকা প্রার্থীদের দাঁড় করিয়ে চমক দেখিয়েছে সবুজ শিবির।
অপরদিকে প্রার্থী ঘোষনার পরেই বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূলের একাংশ। টিকিট না পাওয়ায় চরম ট্রোল (troll) শুরু হয় দেবাংশু ভট্টাচার্যকে নিয়ে। সোশ্যাল মিডিয়া ছেয়ে যায় দেবাংশুকে নিয়ে তৈরি মিম ও ট্রোলে।
দেবাংশুর পাশাপাশি ট্রোলের মুখে পড়েছেন অভিনেতা সৌরভ দাস (saurav das)। বেশ কিছুদিন আগে তৃণমূলে যোগদান করেছেন তিনি। যোগ দেওয়ার পরেই বিতর্কে জড়ান তিনি। নিজের বোনের সঙ্গে অশ্লীল আচরণ করার অভিযোগ ওঠে তাঁর বিরূদ্ধে। টিকিট পাননি সৌরভও।
এবার ট্রোলের মুখে পড়তে হয়েছে তাঁকেও। অশ্লীলতার অভিযোগ নিয়ে কটাক্ষ করে সৌরভকে নিয়ে বানানো হয়েছে মিম। সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে মিমটি। তবে এই বিষয়ে বা টিকিট না পাওয়ার বিষয়ে এখনো মুখ খোলেননি সৌরভ দাস।
শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যাশা মতোই বেশ কয়েকজন নতুন যোগদানকারী তারকাকে এবারের বিধানসভা ভোটে প্রার্থী বানানো হয়েছে তৃণমূলের তরফে।
সদ্য যোগদানকারী রাজ চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, অদিতি মুন্সি, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষ সকলেই পেয়েছেন টিকিট। বাঁকুড়া থেকে প্রার্থী হচ্ছেন সায়ন্তিকা। ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী, অদিতি মুন্সি দাঁড়াচ্ছেন রাজারহাট থেকে। আসানসোল দক্ষিণ থেকে দাঁড়াচ্ছেন সায়নী ঘোষ।
টেলি অভিনেত্রী লাভলি মৈত্র প্রার্থী হচ্ছেন সোনারপুর দক্ষিণ থেকে। উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিক, শিবপুর থেকে প্রার্থী হচ্ছেন মনোজ তিওয়ারি। কৃষ্ণনগর উত্তর থেকে দাঁড়াচ্ছেন কৌশানি মুখার্জি। সদ্য যোগ দেওয়া অধিকাংশ তারকাকেই প্রার্থী করা হয়েছে এবার তৃণমূলের তরফে।