‘গরিবের রণবীর সিং’, স্কার্ট পরে ছবি দিতেই চরম ট্রোলড সৌরভ দাস

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ায় ট্রোলের (troll) সঙ্গে পুরনো সখ‍্যতা অভিনেতা সৌরভ দাসের (saurav das)। তৃণমূলে যোগদানের পরপরই নিজের জন্মদিনের পার্টিতে নিজের বোনের সঙ্গেই অশ্লীলতার অভিযোগ উঠেছিল সৌরভের বিরুদ্ধে। এখনো বিষয়টা নিয়ে ট্রোল, সমালোচনার মুখে পড়তে হয় অভিনেতাকে। উপরন্তু একটু ভিন্ন ধরনের পোশাক পছন্দের জন‍্যও নেটমাধ‍্যমে হাসি মশকরার শিকার হয়েছেন সৌরভ।

আবারো সেই ঘটনারই পুনরাবৃত্তি হল। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি নতুন ফটোশুটের ছবি শেয়ার করেছেন সৌরভ। কালো ব্লেজারের সঙ্গে ধূসর রঙের লং স্কার্ট পরে লেন্সবন্দি হয়েছেন তিনি। ক‍্যাপশনে লেখা, ‘পোশাকের কোনো লিঙ্গ হয়না, ঠিক ভালবাসা ও রামধনুর মতো’। ‘প্রাইড মান্থ’ উদযাপন করার জন‍্যই সৌরভের এই উদ‍্যোগ। যে সব পুরুষেরা সমাজের টিপ্পনির ভয়ে এই ধরনের পোশাক পরতে পারেন না তাদের কথা ভেবেই এমন ফটোশুট সৌরভের।


কিন্তু সে কথা কি আর সবাই বুঝবে? ছবি শেয়ার করতেই তাই নেটজনতার একাংশ ঝাঁপিয়ে পড়েছে ট্রোল করার জন‍্য। ‘গরীবের রণবীর সিং’ বা ‘টলিউডের রণবীর সিং’ আখ‍্যা পেয়েছেন সৌরভ। রণবীর যেমন অদ্ভূত পোশাক পছন্দের জন‍্য পরিচিত তেমনি সৌরভকেও তাঁর সঙ্গে তুলনা করেছেন নেটিজেনরা। আর এতেই আপত্তি অভিনেতার।

https://www.instagram.com/p/CQNdFv_B1Od/?utm_medium=copy_link

সৌরভের প্রশ্ন, গরীবের রণবীর সিং কেন? তবে কি বাঙালি নিজেদের গরীব ভাবে? কারণ তিনি মনে করেন সংষ্কৃতির দিক দিয়ে বাঙালির থেকে উৎকৃষ্ট আর কোনো জাতি নয়। তরুণদের সচেতন করারভার নিজের কাঁধে নিয়েছেন সৌরভ। তাঁর কথায়, স্কার্ট পরেও পুরুষরা বাইরে বেরোতে পারেন। ট্রোলকে তিনি আর পাত্তা দেন না, সাফ জানিয়ে দিয়েছেন সৌরভ। উপরন্তু তাঁর আক্ষেপ, নাকের নথ নিয়ে প্রেমিকা অনিন্দিতা মুম্বই চলে গিয়েছেন। নয়তো সেটাও পরে নিতেন।

X