বাংলা হান্ট ডেস্ক : মহাকাশের মানুষরা যাতে এলিয়েনের হাতে সংক্রামিত না হন এবং পৃথিবীকে এলিয়েনের থেকে রক্ষা করতে ‘গ্রহ সুরক্ষা আধিকারিক’ নিয়োগ করতে চলেছে নাসা। ফুল টাইম এই চাকরির জন্য বছরে বেতন মিলবে $187,000। অর্থাত্ ভারতীয় মুদ্রায় ১.২ কোটি টাকা। এই পদের আবেদনকারীর অন্তত এক বছরের শীর্ষ সরকারি কর্মীর পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডভান্সড ডিগ্রি থাকতে হবে ভৌত বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বা অঙ্কে। গ্রহ সুরক্ষার বিষয়েও তাঁর বিস্তারিত জ্ঞান থাকতে হবে।
এই পোস্টের চাকরির জন্য নাসার বিজ্ঞাপনে বলা হয়েছে, ‘মানুষ ও মহাকাশের রোবটের মতো আবিষ্কারের মধ্যে জৈবিক সংক্রমণ রোখার বিষয়টি দেখবে গ্রহ সুরক্ষা আধিকারিক। নাসা গ্রহের সুরক্ষার বিষয়ে একটি নীতি মেনে চলে। এই নীতিই মেনে চলা হয় সমস্ত মহাকাশ অভিযানের ক্ষেত্রে।’ওই পদে এমন একজনকে নিয়োগ করা হবে যিনি এলিয়েনের সংক্রমণ থেকে রক্ষা করবেন পৃথিবীকে। সে বিষয়টিও সুনিশ্চিত করবেন এই আধিকারিক। আমেরিকা ১৯৬৭ সালের আউটার স্পেস ট্রিটিতে স্বাক্ষর করার পরই তিন বছরের জন্য গ্রহ সুরক্ষা আধিকারিকের পদ সৃষ্টি করা হয়েছে। এটি বাড়িয়ে পাঁচ বছরেরও করার সম্ভাবনা রয়েছে।