গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমান,৩ জুলাই ঃ

সারা দেশে ও আমাদের রাজ্যে এক বড় সমস্যা সেটা হলো ভয়াবহ জল সংকট । ভুগর্ভে জল স্তর খুব নেমে গেছে অর্থাৎ মাটির নিচে জল স্তর একেবারে কমে গেছে। তার ফলে পানীয় জলের বড় অভাব দেখা দিয়েছে সারা দেশে ও রাজ্য জুড়ে। মাটির নিচে জল নাই, এদিকে আকাশে বৃষ্টি নাই ।শহরে গাছ গাছালি সব কেটে ফাঁকা করে দেওয়া হচ্ছে ঠিক তেমনি গ্রাম গঞ্জেও গাছ গাছালি যে পরিমানে কাটা হচ্ছে সেই পরিমানে গাছ লাগানো হচ্ছে না ।

গাছের সংখ্যা কমে যাওয়ায় বৃষ্টি একেবারেই কমে গেছে বায়ু দূষণে ভরে গেছে দেশ। এ ছাড়া শহর গ্রাম- গঞ্জ -রাস্তা- ঘাট এমন কি বাড়ির উঠান পর্যন্ত আজকাল সবই কংক্রিটে ঢাকা তার ফলে বৃষ্টির জল মাটিতে ঢুকতে পারছে না ।। এই জল সংকটের সময় খাজা আনোয়ার বেড় পূর্ব বর্দ্ধমানের স্বপন দত্ত বাউল বুধবার পূর্ব বর্ধমানের মানুষকে কে সচেতন করতে পথে নামলেন। প্রাপ্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর উপহার দেওয়া একতারা কোলডুগি বাজিয়া নিজে গান লিখে সুর করে নিঃস্বার্থ ভাবে আজ সারাদিন পূর্ব বর্ধমানের রেল স্টেশন চত্বরে মানুষের ভিড়ে জল অপচয় নিয়ে মানুষকে সচেতন করলেন।

। গানে গানে বলেন 1–“জল অপচয় বন্ধ করো,পানীয়জল রক্ষা করো।মাটির নীচে জল নাই , আকাশে বৃষ্টি নাই।গাছ লাগাও গাছ বাঁচাও, গাছ কেটে ফেলোনা । জল অপচয় বন্ধ না করলে পিপাসায় জল পাবে না “।। 2— দেশে বড় জলের অভাব হাহাকার লেগেছে, পরিবেশ দূষণ রুখতে ওগো গাছ লাগাও আগেযে। সচেতন হও রে গাছ গাছালি কাটার ফলে বৃষ্টি হতে চায় না ।।। 3— রাস্তা ঘাটে ঘরে বাইরে জলের কল খুলে রেখনারে ভাই। মানুষজন আর সরকার জল বাঁচাও , জল ধরো জল ভরো গো ভাই।। 4— গাছ লাগাও গাছ বাঁচাও একটি গাছ একটি প্রাণ। বায়ু দূষণে ভড়ে গেছে বেশি করে গাছ লাগান। সরকার আর মানুষ সচেতন না হলে , জল সংরক্ষণ করা সম্ভব হবে না।।। এই ভাবে বাউল নৃত্য করে গান গেয়ে এবং মানুষের মাঝে বক্তব্য রেখে বোঝালেন আমাদের সকলকেই প্রচুরপরিমানে জল অপচয় বন্ধ করতে হবে এবং প্রত্যেক মানুষকে প্রচুর গাছ লাগাতে হবে তবেই আকাশে বৃষ্টি নামবে পরিবেশ দূষণ মুক্ত হবে ।

Screenshot 2019 0704 134909বাউল স্বপন দত্ত বলেন দেশের গণতন্ত্র রক্ষা করতে আমি যেমন সারা রাজ্যে বাউল গানে সচেতন করেছিলাম ঠিক তেমনি আমি সার রাজ্যে এমন কি বাংলার বাইরে রাজধানী দিল্লী তেও হিন্দি তে এই জলসঙ্কট এর সমস্যা নিয়ে জল অপচয় বন্ধ করতে ও দূষণ রুখতে প্রচুর পরিমানে বৃক্ষরোপন করতে দেশ বাসীকে সচেতন করব আমার বাউল গানে নিঃস্বার্থ ভাবে বিনা পারিশ্রমিকে।


সম্পর্কিত খবর