বাবলু প্রামাণিক, বারুইপুর
শ্রাবনের শেষ সোমবার উপলক্ষে দক্ষিণ 24 পরগনা শিব মন্দিরগুলো ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো| জানা যায় এই শিব মন্দিরগুলি খুবই জাগ্রত বলেই লোকমুখে প্রচলিত| তাই জেলার অন্যান্য শিব মন্দির গুলির মধ্যে রামনগরে চিত্রশালী মঠ শিব মন্দির অন্যতম |এই শিব মন্দিরে পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে হাজার হাজার ভক্ত প্রতিবছরই এসে থাকেন |লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের মধ্য থেকে অনেকে বলেন প্রতিবছর এখানে শেষ সোমবারে এসে থাকি ,তাই এ বছরও এসেছি এই মন্দিরে মন্দিরে শিবের মাথায় জল দিয়ে। ভোগ খিচুড়ির আয়োজন করেন, সেখানে প্রায় কয়েক হাজার ভক্তরা মহাভোগ খিচুড়িকে শিবের প্রসাদ হিসেবে গ্রহণ করেন। একইভাবে শ্রাবনের তিথিতে ভক্ত সমাগম জেলায় জেলায় তেমনি বারুইপুর ,উত্তরভাগের সত্যানন্দ বিদ্যানিকেতন এর উদ্দেশ্যে তীর্থ যাত্রীদের জন্য যানবাহনের ব্যবস্থা করেন থাকেন |
সারাটা বছর বাবার মাথায় জল ঢালতে অপেক্ষা করে থাকেন আট থেকে আশি সকলেই। শ্রাবনের শেষ সমবার তাই বাবার মাথায় জল ঢালতে সকাল থেকেই যুবক যুবতী থেকে মায়েরা কাঁধে বাক নিয়ে রওনা দিয়েছেন । হাজার হাজার পূর্ণাথী গঙ্গা নদীতে জল নিতে আসেন ।
এখান থেকে জল নিয়ে সকলেই বিভিন্ন শিব মন্দিরে জল ঢালেন । বকরা ঈদে দিনের শেষ সোমবার থাকার কারনেই যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।