স্বস্তিকা ও অর্পিতা একসঙ্গে প্রথমবার

Published On:

অর্জুন দত্তের প্রথম ছবি ‘অব্যক্ত’এখনো মুক্তি পায়নি কিন্তু তিনি পরের ছবির কাজ করতে শুরু করে দিয়েছেন। এই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অর্পিতা চট্টোপাধ্যায়কে। দুই নায়িকা একসঙ্গে প্রথমবার কাজ করতে চলেছেন। নতুন ছবিতে আরো এক জনপ্রিয় মুখ রয়েছেন তিনি হলেন দেবযানী চট্টোপাধ্যায়। এই ছবির চিত্রনাট্য থেকে কাস্টিং সবটাই তৈরি কিন্তু ছবির নাম এখনো ঠিক করা হয়নি।

এই ছবির চিত্রনাট্য তৈরি শ্রীরূপা, ডলি এবং রেনুকে ঘিরে। তিনজনের আলাদা কাহিনী হলেও একসঙ্গে গিয়ে কোথাও মেশে। স্বস্তিকার প্রথম কাজ এই পরিচালকের সঙ্গে। কিন্তু পরিচালকের প্রথম ছবিতে দেবযানি এবং দ্বিতীয় ছবিতে অর্পিতা কাজ করেছেন। ‘অব্যক্ত’ বহু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে ইতি মধ্যেই। সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত ইন্দো-জার্মান ফিল্ম উইকে সেরা আঞ্চলিক ছবির সম্মানও ‘অব্যক্ত’ ঝুলিতে পুড়েছে।

রূপ প্রোডাকশন অ্যান্ড এন্টারটেনমেন্টের তরফে অঙ্কিত দাস বললেন,”কিছু ফ্রেশ প্রতিভাশালী ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে কাজ করছে। কিন্তু তারা নিজেদের জন্য ঠিক প্ল্যাটর্ফম খুঁজে পায়না, সেটাই আমরা দেওয়ার চেষ্টা করেছি। প্রতিযোগীতা নয়, ভাল কাজ করতে চাই”।

সম্পর্কিত খবর

X