বাংলা হান্ট ডেস্ক: ফের তিনি করলেন বাজিমাত! আর সেই সাথেই বিশ্বমঞ্চেও ভারতের নাম উজ্জ্বল করলেন কালনার জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সায়নী দাস (Sayani Das)। এবার তিনি জয় করলেন স্পেনের জিব্রাল্টার প্রণালী। আর এই দুর্ধর্ষ সাফল্যের ওপর ভর করেই তিনি হাসিল করলেন ষষ্ঠ সিন্ধু জয়ের মুকুট। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল সপ্ত সিন্ধু জয়ের লক্ষ্যমাত্রায় নিয়োজিত সায়নী শুধুমাত্র জাপানের সুগারু অতিক্রম করলেই সপ্ত সাগর জয় করে ফেলবেন।
ফের ভারতের নাম উজ্জ্বল করলেন সায়নী (Sayani Das):
এদিকে, জিব্রাল্টার প্রণালী অতিক্রম করার ক্ষেত্রে ২ টি রেকর্ড গড়েছেন ২৬ বছরের এই বঙ্গতনয়া (Sayani Das)। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ১৫.২ কিলোমিটারের জিব্রাল্টার প্রণালী অতিক্রম করতে সায়নীর সময় লেগেছে মাত্র ৩ ঘণ্টা ৫১ মিনিট। এছাড়াও, সবথেকে চমকপ্রদ বিষয় হল, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা হিসেবে ষষ্ঠ সিন্ধু জয় করলেন সায়নী।
এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গত শুক্রবার স্পেনের স্থানীয় সময় দুপুর ১টা ৫৮ মিনিটে জিব্রাল্টারে নামেন সায়নী (Sayani Das)। ভারতীয় সময় শুক্রবার রাতেই তাঁর জিব্রাল্টার জয়ের খবর এসে পৌঁছয়। আর ওই খবর পাওয়ার পরেই সায়নীকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। এই বিরাট জয়ের পরিপ্রেক্ষিতে সায়নীর বাবা ও কোচ রাধেশ্যাম দাস জানিয়েছেন, “জাতীয় কোচ তপন কুমার পাণিগ্রাহী সায়নীকে এই চ্যানেল জয়ে খুব গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন।” এদিকে, সায়নী জানান, “আরও একবার জয় হাসিল করতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। দেশের জাতীয় পতাকাকে বিশ্বের মঞ্চে উপস্থাপিত করতে পেরে আমি গর্বিত।”
আরও পড়ুন: ২,০০০ টাকার বেশি UPI লেনদেনে এবার দিতে হবে ট্যাক্স? কী জানাল সরকার?
প্রসঙ্গত উল্লেখ্য যে, এই এক একটি সফর প্রচুর পরিমাণে ব্যয়সাপেক্ষ হওয়ায় সায়নীকে (Sayani Das) বারংবার আর্থিক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। যদিও, সমস্ত প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে রেখে তিনি তাঁর লক্ষ্যে অবিচল থেকেছেন। আর নিজের প্রত্যয়ী মনোভাবের ওপর ভর করেই তিনি একের পর এক চ্যানেল জয় করে চলেছেন।
আরও পড়ুন: BCCI-এর আয় কমানোর চেষ্টা! কড়া জবাব দিল ICC, ব্যাপারটা কী?
জানিয়ে রাখি যে, সায়নীর (Sayani Das) জয়ের সফর শুরু হয়েছিল ইংলিশ চ্যানেল জয়ের মাধ্যমে। ২০১৭ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন তিনি। তারপর কুক স্ট্রেইট মলোকাই থেকে শুরু করে ক্যাটলিনা ও নর্থ চ্যানেলের মতো একের পর এক চ্যানেল অত্যন্ত দক্ষতার সাথে তিনি জয় করেন। এমতাবস্থায়, আন্তর্জাতিক স্তরে সাঁতারে বিশেষ অবদানের জন্য সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে “তেনজিং নোরগে ন্যাশানাল অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড ২০২৩” পুরস্কারও পান সায়নী।