মুখ খুলুন, সত‍্যিটা বলতে শিখুন; হাথরাস গণধর্ষণ কাণ্ডে শাহরুখের বিরুদ্ধে গর্জে উঠলেন অভিনেত্রী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হাথরাস গণধর্ষণ (hathras gang rape) কাণ্ডে যখন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে, তখন আশ্চর্যজনক ভাবে মুখে কুলুপ বলিউড বাদশা শাহরুখ খানের (shahrukh khan)। এমনিতেই প্রয়োজন ছাড়া সোশ‍্যাল মিডিয়ায় একটি কথাও অতিরিক্ত ব‍্যয় করেন না তিনি। এবারেও নীরব থাকাই ঠিক মনে করেছেন কিং খান।

কিন্তু তাঁর এই নীরবতা ভাল লাগেনি এক সময়ের সহ অভিনেত্রী সায়নী গুপ্তার (sayani gupta)। ‘ফ‍্যান’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করা সায়নীই তাই অভিনেতাকে পরামর্শ দিয়েছেন মুখ খুলতে। অনুরোধ করেছেন সত‍্যিটা কথাটা বলতে।


গান্ধী জয়ন্তীর দিন সোশ‍্যাল মিডিয়ায় বাপুকে স্মরণ করে একটি পোস্ট করেন শাহরুখ। তিনি লেখেন, ‘এই গান্ধী জয়ন্তীতে আমাদের ছেলে মেয়েদের একটা আদর্শ মেনে চলা উচিত। সে সময় ভাল হোক বা খারাপ হোক। খারাপ দেখো না, খারাপ কথা বলো না, খারাপ কথা শুনো না। গান্ধীজির ১৫১তম জন্মদিনে আমাদের সত‍্যের মূল‍্যবোধ বোঝা উচিত।’

এই টুইট শেয়ার করে সায়নী লেখেন, ‘কিছু বলুন। উচিত কথাটা বলুন। গান্ধী আমাদের সত‍্যের পক্ষে দাঁড়াতে, নির্যাতিত ও দলিত ভাই বোনেদের পাশে দাঁড়াতেও শিখিয়েছিলেন। নিজের চোখ, কান, মুখ বন্ধ করবেন না।’

হাথরাস গণধর্ষণ কাণ্ডে গোটা দেশের পাশাপাশি বলিউড তারকারাও প্রতিবাদে সোচ্চার হয়েছেন। অক্ষয় কুমার লিখেছেন, ‘ক্রুদ্ধ ও বিরক্ত! হাথরাস গণধর্ষণে কি নির্মমতা। এসব কবে বন্ধ হবে? আমাদের আইন এত কঠোর হওয়া উচিত যে শাস্তির নামেই যেন ধর্ষক কাঁপে। ধর্ষকদের ফাঁসিতে ঝোলানো হোক। মহিলাদের সুরক্ষার জন‍্য সরব হোন। এটুকুই করতে পারি আমরা।’

যোগী সরকারের পক্ষে দাঁড়িয়ে কঙ্গনা রানাওয়াত লেখেন, ‘যোগী আদিত‍্যনাথ জির উপর আমার পূর্ণ আস্থা রয়েছে। ঠিক যেভাবে প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষকদের তাঁর ধর্ষণের জায়গাতেই গুলি করে খুন করা হয়েছিল, হাথরাসের গণধর্ষিতার জন‍্যও তেমনি বিচার চাই।’

X