‘বিবেকানন্দ কারোর বাপের সম্পত্তি নয়, যে কেউ তাতে মালা দিতে পারে’, বিজেপিকে কড়া জবাব সায়নীর

বাংলাহান্ট ডেস্ক: শিবলিঙ্গ নিয়ে বিতর্কিত টুইট করে হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন সায়নী ঘোষ (sayani ghosh)। তাই তাঁর স্বামী বিবেকানন্দের (swami vivekananda) মূর্তিতে মালা দেওয়ার কোনো অধিকারই নেই। এমনি দাবি তুলে সায়নীকে বিবেকানন্দের মূর্তিতে মালা দিতে বাধা দেওয়া হয় বিজেপির (bjp) তরফে। কিন্তু তা সত্ত্বেও সায়নী মাল‍্যদান করলে অশান্তি চরমে ওঠে তৃণমূল ও বিজেপির মধ‍্যে।

মঙ্গলবার নিজের নির্বাচনী বিধানসভা কেন্দ্র আসানসোল দক্ষিণের অধীনে বার্ণপুরে ভোট প্রচারে গিয়েছিলেন সায়নী। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী মলয় ঘটক। এদিন স্থানীয় তৃণমূল নেতৃত্বকে সঙ্গে নিয়ে বার্ণপুর থেকে ত্রিবেণীর মোড় পর্যন্ত মিছিল করেন সায়নী।

FB IMG 1615358010536
মিছিল শেষে বিবেকানন্দর মূর্তিতে মাল‍্যদান করেন অভিনেত্রী। এই ঘটনাকে ঘিরেই বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সায়নী হিন্দু ধর্মাবেগে আঘাত করেছেন। তাই তাঁর বিবেকানন্দর মূর্তিতে মালা দেওয়ার অধিকার নেই, এমনি দাবি তোলেন তারা।

তাছাড়া মূর্তিতে তালা ঝোলানো থাকা সত্ত্বেও সায়নী ভেতরে কিভাবে ঢুকলেন? প্রশ্ন তোলে বিজেপি। তাদের অভিযোগ পুলিসই তালা খুলে ভেতরে ঢুকতে সাহায‍্য করেছে সায়নীকে। উপরন্তু পুলিসের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগও আনে বিজেপি।

https://www.facebook.com/506937955992755/posts/4209137892439391/

পরে সায়নীর দেওয়া মালা খুলে মূর্তি ধুয়ে ফেলে শুদ্ধও করে বিজেপি। তবে এই বিষয়ে সায়নীর সাফ জবাব, ‘বিবেকানন্দ কারোর বাপের সম্পত্তি নয়। যে কেউ তাতে মালা দিতে পারে।’

প্রসঙ্গত, গত রবিবার থেকেই পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন সায়নী। আসানসোল দক্ষিণে নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছে জেলা নেতৃত্বদের সঙ্গে দেখা করেন সায়নী। জেলা সভাপতি অপূর্ব মুখার্জী ও তাঁর স্ত্রী আনন্দিতা মুখার্জীর সঙ্গের সাক্ষাৎ করেন তিনি। সায়নীকে উত্তরীয় পরিয়ে দিতে দেখা যায় অপূর্ব বাবুকে।

সেই সব ছবি নিজের ফেসবুক পেজে শেয়ার করেন সায়নী। লেখেন, ‘আসানসোলে প্রথম দিন এবং প্রথম সাক্ষ্যাৎ আমাদের জেলা সভাপতি শ্রদ্ধেয় অপূর্ব মুখার্জী ও তাঁর স্ত্রী আনন্দিতা মুখার্জীর সঙ্গে। তাঁদের অভ্যর্থনায় আমি অভিভূত ও আপ্লুত।’

এদিন আসানসোলের স্থানীয় মানুষদের সঙ্গে দেখা করে তাদের দুঃখ কষ্টের ব‍্যাপারেও কথা বলেন সায়নী। পাশাপাশি এক শিব মন্দিরে পুজোও দিতে দেখা যায় তাঁকে। এর আগে শিবলিঙ্গে কন্ডোম পরানো নিয়ে সায়নীর একটি পুরনো টুইটকে ঘিরে উত্তাল হয়েছিল রাজনৈতিক ও বিনোদন জগৎ। তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল অভিনেত্রীকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর