বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়া সরগরম ‘বিচ্ছেদ কেচ্ছা’য়। বেশ কিছুদিন আগেই বিচ্ছেদ হয়েছে সায়ন্ত মোদক (Sayanta Modak) এবং কিরণ মজুমদারের। এই নিয়ে তিন নম্বর সম্পর্ক ভাঙল ‘জগদ্ধাত্রী’র সায়ন্তর। বেশ অনেকদিন ধরেই কিরণকে তাঁর পাশে দেখা যায়না। এ বিষয়ে মুখ খুলতেই বিষ্ফোরক অভিযোগ করেন সায়ন্ত (Sayanta Modak)। এমনকি অভিনেতার আরেক প্রাক্তনও সুর চড়িয়েছেন তাঁর বিরুদ্ধে।
সায়ন্ত (Sayanta Modak) কিরণের বিতর্ক অব্যাহত
যেমন হঠাৎ করে সায়ন্তর (Sayanta Modak) ইউটিউব ভিডিওতে দেখা যেতে শুরু করে কিরণকে, আবার তেমনি হঠাৎ করেই ভিডিও থেকে গায়েব হয়ে যান তিনি। অবশেষে নেটিজেনদের আশঙ্কা সত্যি করে অভিনেতা স্বীকার করেন, কিরণের সঙ্গে প্রেমে ইতি টানার কথা। একটি ভিডিওতে তিনি বলেন, অনেকেই ভাবছেন যেহেতু তাঁর তিন বার বিচ্ছেদ হয়েছে, দোষটা তাঁরই। এরপরেই পালটা ভিডিওতে মুখ খোলেন কিরণ। কিন্তু তাঁর বিধ্বস্ত অবস্থা দেখে চমকে যান সকলেই। চোখের তলায় কালি, মুখের হাসি উধাও। এমনকি ভিডিওর মাঝেও বহুবার ভেঙে পড়তে দেখা যায় তাঁকে। কিরণ নিজেই জানান, তাঁর ওজন বেড়েছে। তাঁর জন্য চিন্তা করে তাঁর বাবাও অসুস্থ হয়ে পড়েছেন।
কী বললেন কিরণ: সায়ন্ত (Sayanta Modak) বলেছিলেন, দুর্গাপুজোর সময় থেকেই কিরণের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। এর জন্য তিনি একজন ‘তৃতীয় ব্যক্তি’কেও টেনে আনেন। পালটা কিরণ অভিযোগ করেন, সায়ন্ত (Sayanta Modak) নাকি মেয়েদের সঙ্গেও তাঁকে জড়িয়ে কুৎসিত ইঙ্গিত করেছেন। ক্যামেরা চালু আর বন্ধ হলে নাকি মানুষটা দু রকম। বাংলা হান্টের অনুষ্ঠানে দুজনই পুরষ্কৃত হয়েছিলেন। তখনো নাকি তিনি বারংবার সায়ন্তকে মেসেজ করে গিয়েছিলেন, কিন্তু উত্তর দেননি অভিনেতা। সেবারই শেষ সায়ন্তর (Sayanta Modak) সঙ্গে দেখা হয়েছিল কিরণের। শুধু তাই নয়, কিরণ এও বলেন, তাঁর ‘ইউটিআই’ এর সমস্যা হয়েছিল। তা নিয়েও কুরুচিকর কটাক্ষ করেছিলেন সায়ন্ত। পাশাপাশি কিরণ দাবি করেন, অভিনেতা নাকি তাঁর প্রাক্তন দেবচন্দ্রিমার সঙ্গে বারবার তুলনা টানতেন তাঁর।
আরো পড়ুন : মিঠের মধ্যেও রয়ে গেল “তেঁতো”র আভাস, নিম ফুলের শেষ দিনে ব্রাত্য খোদ ‘ঠাম্মি’! ক্ষুব্ধ দর্শক
মুখ খোলেন দেবচন্দ্রিমা: ভিডিওর একটি পর্যায়ে দেবচন্দ্রিমার নাম নিয়ে তাঁর কাছে ক্ষমাও চান কিরণ। তিনি জানান, সায়ন্ত (Sayanta Modak) এবং তাঁর বন্ধুরা যখন দেবচন্দ্রিমাকে নিয়ে ভিডিও বানিয়েছিলেন, কুরুচিপূর্ণ আলোচনা করতেন, তখন তিনিও পাশে ছিলেন। সেই ‘কর্ম’ এখন তাঁর কাছে ফেরত এসেছে। এই ভিডিওর কমেন্ট বক্সে সকলের নজর কেড়ে নেয় দেবচন্দ্রিমার কমেন্ট। তিনি বলেন, কিরণকে তিনি ব্যক্তিগত ভাবে না চিনলেও ভিডিওটি দেখে তাঁর মনে হল, তিনি ২০২১ এর দেবচন্দ্রিমাকে দেখছেন। এরপরেই তিনি প্রশ্ন করেন, সায়ন্ত (Sayanta Modak)ৎকি তাঁর উপরেও হাত তুলেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এবার তিনি তাঁকে শেষ করে দেবেন। এমনকি নিজেকে কিরণের ‘বড়দিদি’ বলেও মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন : TRP ধরে রাখতে “মোক্ষম” দাওয়াই, এই সিরিয়াল নিয়ে অবিশ্বাস্য সিদ্ধান্ত নিল স্টার জলসা
বিতর্ক এখানেই থামেনি। এই ভিডিওর পরেই আরেকটি ভিডিওতে মুখ খোলেন সায়ন্ত। কিরণের অধিকাংশ অভিযোগের উত্তরে রীতিমতো পয়েন্ট করে পালটা আক্রমণ করেন তিনি। এমনকি তিনি এও বলেন, কিরণই নাকি দেবচন্দ্রিমার ভিডিও দেখে কটুক্তি করতেন। কোন ‘অসদুপায়ে’ তিনি সাফল্য পেয়েছেন তাও নাকি কিরণই মন্তব্য করেছেন বলে দাবি করেন সায়ন্ত।