বাংলাহান্ট ডেস্ক : টেলিপাড়ায় এক নাগাড়ে চর্চায় অভিনেতা তথা ইউটিউবার সায়ন্ত মোদক (Sayanta Modak)। এক জন নয়, বরং তিন তিনজন মেয়ে মুখ খুলেছেন তাঁর বিরুদ্ধে। প্রথম কিরণ মজুমদার, তারপর একে একে দেবচন্দ্রিমা সিংহ রায়, প্রিয়াঙ্কা মিত্রর মতো অভিনেত্রীরা সরব হয়েছেন সায়ন্তর (Sayanta Modak) বিরুদ্ধে। তাঁরা তিনজনেই অভিনেতার প্রাক্তন প্রেমিকা এবং কমবেশি একই পরিস্থিতির শিকার।
সায়ন্তর (Sayanta Modak) বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ
সায়ন্তর (Sayanta Modak) বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন তিনজন। প্রাক্তনদের টাকায় ঘুরে বেড়ানো, ফুর্তি করা থেকে শুরু করে কুরুচিকর কথা বলা, মানসিক নির্যাতন এমনকি গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, কিরণ প্রথম সরব হওয়ার পরেই মুখ খুলেছেন সায়ন্তর (Sayanta Modak) আর দুই প্রাক্তন দেবচন্দ্রিমা এবং প্রিয়াঙ্কা। দুজনেই আগে বিতর্ক থেকে দূরে থাকলেও এবার সত্যিটা সামনে এনে কিরণের পাশে দাঁড়িয়েছেন।
কী অভিযোগ উঠেছে: তিনগুণ ধাক্কায় এখন কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার জোগাড় হয়েছে সায়ন্তর (Sayanta Modak)। উল্লেখ্য, কিরণ জানিয়েছিলেন, তাঁর টাকায় কেনা মাইক এবং ড্রোন তাঁকে যেন ফিরিয়ে দেন সায়ন্ত। কিন্তু তিনি সরাসরি সেগুলো দিতে অস্বীকার করেন। তারপরেই দেবচন্দ্রিমা মুখ খোলেন, তাঁর টাকায় নাকি মালদ্বীপ ঘুরতে গিয়েছিলেন সায়ন্ত (Sayanta Modak)। অভিযোগ করেন প্রিয়াঙ্কাও। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি পেয়েছেন। যদিও সম্প্রতি দেবচন্দ্রিমা জানিয়েছেন, কিরণের মাইক এবং ড্রোন ফেরত দেওয়া হয়েছে। আর এবার আরো বড়সড় ক্ষতির মুখে পড়লেন সায়ন্ত।
আরো পড়ুন : ভারতে মিলছেনা পাত্তা! অবৈধ পথে এবার এই দেশগুলিতে ঢোকার মরিয়া চেষ্টা বাংলাদেশিদের
বড় ক্ষতির মুখে সায়ন্ত: টুকটাক অভিনয় করলেও সায়ন্ত মূলত পরিচিত তাঁর ইউটিউব চ্যানেলের জন্য। কিন্তু এই বিতর্কে সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে সায়ন্তর (Sayanta Modak) ইউটিউব চ্যানেল ‘কনফিউজড বক্স’। যদিও এখন তা লোকের মুখে মুখে পরিণত হয়েছে ‘টক্সিক বক্স’, ‘গার্ডেজ বক্স’এ। নিজের সাবস্ক্রাইবারদের কাছেই ঘৃণার পাত্র হয়ে উঠেছেন সায়ন্ত।
আরো পড়ুন : গলল অভিমানের বরফ, প্রতীকের রঙে রাঙা সোনামণি, প্রেমে অবশেষে পড়ল শিলমোহর?
তাঁর ইউটিউব চ্যানেলে আগে সাবস্ক্রাইবারের সংখ্যা ২ লক্ষ ৬০ হাজারের বেশি। কিন্তু সেখান থেকে এখন তা দাঁড়িয়েছে ২ লক্ষ ৩৯ হাজারে। লাফিয়ে লাফিয়ে কমছে সাবস্ক্রাইবারের সংখ্যা। এমনকি দাবি উঠেছে ‘জগদ্ধাত্রী’ সিরিয়াল থেকেও সায়ন্তকে বাদ দিতে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি জগদ্ধাত্রী টিম।