পেগাসাসের মাঝেই রাজ্যের বিরুদ্ধে বিজেপি নেতার ফোন ট্যাপের অভিযোগ, দাবি কেন্দ্রীয় তদন্তের

বাংলা হান্ট ডেস্কঃ পেগাসাস (Pegasus) তথা ফোনে আড়িপাতা কান্ড নিয়ে এখন রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী জানা গিয়েছে, সম্ভাব্য ভিক্টিমদের তালিকায় ছিল তৃণমূলের রণনীতিকার প্রশান্ত কিশোর (Prashant Kishore) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জীর (Abhishek Banerjee) নামও।যার জেরে এই ইস্যুতে প্রথম থেকেই সরব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। ইতিমধ্যেই রাজ্যে এ নিয়ে তদন্ত কমিশনও গঠন করেছেন তিনি।

আজই গঠিত হয়েছে এই তদন্ত কমিশন। আর সাথে সাথেই এর পাল্টা দিল বিজেপি। এ প্রসঙ্গে মুখ খুলতে গিয়ে সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা সায়ন্তন বসু (Sayantan Basu) বলেন, “রাজ্য সরকার আমাদের ফোন ট্যাপ করছে। দিলীপ ঘোষ (Dilip Ghosh), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ফোনও ট্যাপ হয়েছে। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের (Rajiv Kumar) নেতৃত্বে আমাদের ফোন ট্যাপ হয়েছে। কেন্দ্রীয় সরকারের কাছে এর তদন্তের ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য আবেদন জানাচ্ছি।”

সাথে সাথেই রাজ্যকে এ বিষয়ে হুঁশিয়ারিও দেন সায়ন্তন। তার দাবি কেন্দ্র তদন্তে নামলে রাজ্য সরকার ফুটপাতে বসবে। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দিল্লি যাত্রা প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী। কার্যত গত রবিবারই এ নিয়ে কটাক্ষ তুলে দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার দাবি মমতা যে দলগুলির সঙ্গে জোট করতে যাচ্ছেন, তারা কার্যত দেশে ‘পলিটিক্যাল ট্যুরিজম’ ছাড়া আর কিছু করে না।

1606403688 5fbfc6683869f sayantan

রাজ্য সভাপতির সঙ্গে কার্যত সহমত পোষণ করে সায়ন্তন বলেন, “এই কজন সাংসদ নিয়ে উনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখলে মঙ্গলগ্রহের চেয়ারম্যান হওয়ার স্বপ্নও দেখতে পারেন। আর আমাদের মাটিগাড়ার বিধায়ক আনন্দ বর্মন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখতে পারেন।” আরও কটাক্ষ কোচবিহার কিম্বা আসামে তৃণমূল খায় না মাথায় দেয় একথাই কেউ জানে না। সুতরাং উনি দিল্লি যাচ্ছেন কুতুবমিনার দেখতে তার চেয়ে বেশি কিছু নয়। প্রসঙ্গত উল্লেখ্য আগামী কাল দিল্লিতে প্রধানমন্ত্রীর (Narendra Modi) সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তারপর অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গেও বৈঠক রয়েছে তার।

 


Abhirup Das

সম্পর্কিত খবর