“তৃণমূলের নেতারা মাফিয়াদের সঙ্গে যুক্ত, তৃণমূলকে জেতানোর ফল হাড়ে হাড়ে টের পাবেন খড়্গপুরের মানুষ” :সায়ন্তন বসু

 

বাংলা হান্ট ডেস্কঃ  তৃণমূলের নেতারা মাফিয়াদের সঙ্গে যুক্ত, তৃণমূলকে জেতানোর ফল হাড়ে হাড়ে টের পাবেন খড়্গপুরের মানুষ।’ শনিবার দুপুরে খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত জিন শহরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসে এমনই দাবি করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

একই সঙ্গে তিনি বলেন, ‘রেলের কাজ করা হয়নি বলে যেসব মানুষ তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়েছে এখন তাদেরই তোলা দিতে হবে তৃণমূল নেতাদের।”মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে পারেন কিন্তু তা কখনওই সম্ভব হবে না।’ এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু।

IMG 20200208 WA0035

রাজ্যপালকে অসত্য তথ্য পাঠ করতে বাধ্য করেছে রাজ্য সরকার। শুক্রবার বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ ছুঁড়ে দিলেন রাজ্য বিজেপির হেভিওয়েট নেতা সায়ন্তন বসু।

Udayan Biswas

সম্পর্কিত খবর