সায়ন্তিকার গাড়ি ঘিরে ‘চোর চোর’ স্লোগান, মনোনয়ন জমা ঘিরে তুলকালাম বাঁকুড়ায়

বাংলাহান্ট ডেস্ক: দোড়গোড়ায় পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব। আর সেই সঙ্গে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে অশান্তি। এদিন বাঁকুড়ায় (Bankura) মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ঘোরালো পরিস্থিতির সৃষ্টি হয়। রক্ত ঝরে বিজেপি (Bharatiya Janata Party) কর্মীর। অন্যদিকে তৃণমূল (Trinamool Congress) নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের (Sayantika Banerjee) গাড়িকে ঘিরে ওঠে ‘চোর চোর’ স্লোগান।

বাঁকুড়া-আরামবাগ রাজ্য সড়কের উপরে সায়ন্তিকার পাইলট কার ঘিরে এদিন ‘চোর চোর’ স্লোগান ওঠে। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ তুলে রাজ্য সড়কের উপরে পথ অবরোধ করছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতেই দেখা যায়, অবরুদ্ধ হয়ে রয়েছে সায়ন্তিকার পাইলট কার।

sayantika

গাড়ি ঘিরে চোর চোর স্লোগানও দিতে দেখা গিয়েছে বিক্ষুব্ধ জনতাকে। কয়েকজনের গলায় বিজেপির পতাকাও জড়ানো থাকতে দেখা গিয়েছে ভিডিওতে। তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়, সায়ন্তিকার গাড়ির উপরে নাকি অতর্কিতে হামলা করেছে বিজেপি। পালটা গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলই বহিরাগতদের নিয়ে অশান্তি করতে এসেছিল।

অশান্তির এখানেই শেষ হয়নি। এদিন হাতাহাতির জেরে এক বিজেপি কর্মী আক্রান্ত হন বলে খবর। সোনামুখীতে স্থানীয় বিধায়ক দিবাকর ঘরামির নেতৃত্বে বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিল। সেখানে তাদের উপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ। বিজেপি বিধায়কের দাবি, তাঁরা দল বেঁধে মনোনয়ন পত্র জমা দিতে এসেছিলেন। তখনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপরে হামলা চালায়। একাধিক বিজেপি কর্মী আহত হয়েছেন। পুলিশ সেখানে উপস্থিত থেকেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ।

এরপরেই সায়ন্তিকার পাইলট কার বিক্ষোভের মুখে পড়ে বলে খবর। সে সময়ে বাঁকুড়া থেকে কলকাতার উদ্দেশে ফিরছিলেন তৃণমূলের তারকা নেত্রী। জাতীয় সড়কের উপরেই তাঁর গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন সৌমিত্র খাঁ এবং দিবাকর ঘরামিও। বিক্ষোভের মুখে পড়ে নাকি শেষমেষ পিছু হটেন সায়ন্তিকা।

Niranjana Nag

সম্পর্কিত খবর