Sayantika Banerjee: উফফ্! ট্রোলড হয়েও কী কনফিডেন্স! নেটিজেনদেরকেই কটাক্ষ সায়ন্তিকার, যা বললেন নায়িকা…

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডের প্রতিবাদে গিটারে সুর তুলে চরম কটাক্ষ এর মুখে পড়েছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। ধর্না মঞ্চে ‘আগুনের পরশমণি’ গানের সঙ্গে গিটার বাজিয়ে সুর তুলতে দেখা গিয়েছিল অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্তিকাকে (Sayantika Banerjee)। সেই ভিডিও নেট মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল সমালোচনার মুখে পড়েন তিনি। এবার ট্রোলের (Troll) পালটা জবাব দিলেন সায়ন্তিকা।

গিটার বাজিয়ে ট্রোলড সায়ন্তিকা (Sayantika Banerjee)

আরজিকর কাণ্ড নিয়ে প্রথমে মুখে কুলুপ আঁটায় আমজনতার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল বিনোদুনিয়ার তারকা সহ তৃণমূলের তারকা সদস্যদের। এরপরেই নিজের বিধানসভা কেন্দ্র বরাহনগরে একটি ধর্না মঞ্চেথ আয়োজন করেন সায়ন্তিকা। সেখানেই স্থানীয় মহিলাদের ‘আগুনের পরশমণি’ গানের সঙ্গে গিটার বাজাতে দেখা যায় তাঁকে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই কার্যত ‘খিল্লি’র পাত্রী হয়ে ওঠেন সায়ন্তিকা। অনেকে রীতিমতো ক্ষোভ উগরে দেন তাঁর বিরুদ্ধে। এবার এ বিষয়ে মুখ খুললেন সায়ন্তিকা।

   

আরো পড়ুন : Ranbir-Katrina: মেজাজ হারিয়ে চিৎকার রণবীরের, অবাক করবে ক্যাটরিনার প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

ট্রোলারদের পালটা জবাব নায়িকার

সংবাদ মাধ্যমের কাছে সায়ন্তিকার (Sayantika Banerjee) পালটা বক্তব্য, যারা ট্রোল করছেন তারা নিশ্চয়ই তাঁকে নিয়ে ভাবছেন। এতেই তিনি খুশি। এইসব ট্রোলিং তাঁর মনে কোনো প্রভাব ফেলে না। এখানেই না থেমে সায়ন্তিকা আরো বলেন, তিনি তো গিটার বাজাতে পারেন। ট্রোলারদের আরো বুদ্ধিমান হওয়া উচিত। ধর্না মঞ্চে আবারো গিটার বাজানোর কথাও বলেছেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। তাঁর গিটার বাজানোর ভিডিও নিয়ে ইতি মধ্যেই মিমে ছয়লাপ নেট পাড়া। কোনো কোনও ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে হিন্দি গান। এ নিয়ে সায়ন্তিকার কটাক্ষ, সুবুদ্ধি থাকলেই আসল এবং নকলের মধ্যে পার্থক্য বোঝা যায়। ভিডিওতে অন্য গান জুড়ে দিলেই তো সেটা সত্যি হয়ে যায় না। তাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আসল নকলের ফারাকটা ঠিকই বুঝতে পারবেন বলে মন্তব্য করেন সায়ন্তিকা (Sayantika Banerjee)।

আরো পড়ুন : বাড়ির অমতে বিয়ে, তিন তিনবার গর্ভপাত, মাত্র ৩৮-এই মর্মান্তিক মৃত্যু হয় বলিউডের দাপুটে নায়িকার

ফের বাজাবেন গিটার, দাবি সায়ন্তিকার (Sayantika Banerjee)

সায়ন্তিকার প্রশ্ন, এর আগে কি কেউ গিটার বাজিয়ে বা গান গেয়ে প্রতিবাদ করেননি? এমন উদাহরণ অজস্র রয়েছে। তাই তাঁর নতুন করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তিনি শিল্পী, তাই নিজের শিল্পের মাধ্যমেই প্রতিবাদ করেছেন বলে মন্তব্য করেন সায়ন্তিকা।

Sayantika Banerjee

সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল। নেট মাধ্যমে বিভিন্ন প্ল্যাটফর্মে ঘুরে বেড়াচ্ছে তাঁর গিটার বাজানোর ভিডিও। যদিও তার মধ্যে অধিকাংশই এডিটেড ভিডিও। ট্রোলারদের উদ্দেশে এদিন সায়ন্তিকা বলেন, ছোট ছোট ভুল করে ফেলছে ট্রোলাররা। অন্তত একটি প্রতিবাদী গানও দেওয়া উচিত ছিল ভিডিওতে।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর