অভিনয় ছেড়ে রাজনীতিতেই মন, এবার বিয়ের জন‍্য পাত্রের খোঁজে নামলেন সায়ন্তিকা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টলিউডের এক সময়কার বেশ জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায় (Sayantika Banerjee)। শুভশ্রী, শ্রাবন্তীদের সমকক্ষ তিনি হতে পারেননি ঠিকই, তবে খ‍্যাতি কম পাননি সায়ন্তিকা। বিশেষ করে ‘আওয়ারা’ ছবির মাধ‍্যমে খ‍্যাতির শীর্ষে ওঠেন তিনি। অভিনয় কেরিয়ারে ছবির সংখ‍্যা কম হলেও আওয়ারার সংলাপ, গান এখনো সিনেপ্রেমীদের মধ‍্যে হিট।

ঠিক ১০ বছর আগে মুক্তি পেয়েছিল আওয়ারা। সায়ন্তিকার বিপরীতে ছিলেন জিৎ। দুজনের ওটাই প্রথম একসঙ্গে ছবি। আর প্রথম ছবিতেই হিট হয়েছিল এই জুটি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সায়ন্তিকা বলেন, আওয়ারার আগেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। এমনকি সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ‍্যায়ের গানেও লিপ দিয়েছেন। কিন্তু তাঁকে বড় ব্রেক এনে দিয়েছিল আওয়ারা।

বেশ অনেকদিনই হল অভিনয় জগৎ থেকে দূরে সরে গিয়েছেন সায়ন্তিকা। এখন রাজনীতির দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। গত বছর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন সায়ন্তিকা। বাঁকুড়ায় প্রার্থীও হয়েছিলেন। কিন্তু জিততে পারেননি‌।

তারপরেও তৃণমূলের রাজ‍্য সম্পাদক হয়ে রাজনৈতিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। সায়ন্তিকা বলেন, তিনি মানুষের পাশে থাকতে চান। তবে তাঁর দুটো দুনিয়ার একে অপরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অভিনেত্রীর কথায়, তিনি চিরকালই কাজ নিয়ে খুঁতখুঁতে ছিলেন।

কাজ কম হবে তাও ভাল, কিন্তু সেটা যেন ভাল হয়, এই মন্ত্রে বিশ্বাস করেন সায়ন্তিকা। ঠিক এই কারণেই অন‍্য অভিনেত্রীদের দেখে ঈর্ষায় ভোগেন না তিনি। ইঁদুর দৌড় থেকে নিজেকে প্রথম থেকেই দূরে রেখেছেন সায়ন্তিকা। তবে একটা বিষয়ে অকপট অভিনেত্রী। তিনি নাকি বিয়ের জন‍্য পাত্র খুঁজছেন। এমনকি এও জানিয়েছেন, কেউ ভাল সম্বন্ধ এনে দিলেই ছাদনাতলায় যাওয়ার জন‍্য তৈরি হয়ে যাবেন।

X