পিষে মারার উদ্দেশ‍্য ছিল লরিচালকের! দুর্ঘটনার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সায়ন্তিকা

বাংলাহান্ট ডেস্ক: বড় ফাঁড়া কাটল সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায়ের (sayantika banerjee)। বৃহস্পতিবার ভোরে বাঁকুড়া থেকে কলকাতা ফেরার সময়ে তাঁর গাড়িতে এসে ধাক্কা মারে একটি বারো চাকার লরি। দুর্ঘটনায় ডান কাঁধের পেছনে চোট পেয়েছেন তৃণমূলের রাজ‍্য সম্পাদক। দুমড়ে মুচড়ে গিয়েছে তাঁর এসইউভি গাড়ির একপাশ।

বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। তবে ভাগ‍্যক্রমে বেঁচে গিয়েছেন সায়ন্তিকা। কিন্তু ঘটনাটা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন সায়ন্তিকা। তাঁর দাবি, লরি চালক তাঁদের পিষে মারতে চেয়েছিল। কিন্তু এমন উদ্দেশ‍্যটা কেন তা বুঝতে পারছেন না তিনি। সায়ন্তিকা জানান, তাঁদের কনভয় যখন এক্সপ্রেসওয়েতে পৌঁছায় তখন আচমকাই লরিটি পেছন থেকে এসে ধাক্কা মারে তাঁর গাড়িতে।

IMG 20211209 113757
অভিনেত্রী জানান, ধাক্কা মেরেই লরিটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু সায়ন্তিকার পাইলট গাড়ি লরিটিকে ধাওয়া করে। অভিনেত্রীর যুক্তি, যখন পুলিসের গাড়ি ধাওয়া করে তখন সাধারনত গাড়ির গতি কমে যায়। কিন্তু লরিটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করছিল। তবে শেষমেষ ধরা পড়েছে লরি চালক। তার বিরুদ্ধে কড়া ব‍্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন সায়ন্তিকা।

দুর্ঘটনা ঘটার পরেই কলকাতায় না এসে বাঁকুড়াতেই ফিরে গিয়েছেন সায়ন্তিকা। কাঁধে চোট তো রয়েছেই, উপরন্তু দুর্ঘটনার জন‍্য ট্রমায় রয়েছেন তিনি। সায়ন্তিকাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে বলে খবর। তবে চিন্তার কোনো কারণ নেই বলেই জানা গিয়েছে। আজ, শুক্রবার কলকাতায় ফিরবেন সায়ন্তিকা।

বাঁকুড়া থেকে ভোটে লড়েছিলেন সায়ন্তিকা। জিতে এলে অনেক প্রতিশ্রুতিও পালনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু জয়ের মুখ আর দেখতে পারেননি সায়ন্তিকা। তবে বাঁকুড়াবাসী ভালবাসাও পাঠিয়েছে তাঁর জন‍্য। পরবর্তীকালে বন‍্যার সময়ে ফের বাঁকুড়া এসেছিলেন সায়ন্তিকা। এবারেও এসেছিলেন জনসংযোগ বাড়াতেই। কিন্তু ফিরলেন চোট পেয়ে।


Niranjana Nag

সম্পর্কিত খবর