বাংলাহান্ট ডেস্ক: শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) বিশ্বাসঘাতক! বাঙালি পরিবারে সন্তান জন্মালে আর কেউ শুভেন্দু নাম রাখবে না। খানাকুলের বালিপুরে এমনি বিষ্ফোরক মন্তব্য করেছেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। মুসলিমরা যেমন সন্তানের নাম মীরজাফর রাখে না, তেমনি হিন্দুরাও আর শুভেন্দু নাম রাখবে না বলে মন্তব্য করেন সায়ন্তিকা।
বাঁকুড়া পুরসভার জয়ী কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে পৌঁছেছিলেন সায়ন্তিকা। অনুষ্ঠানের মঞ্চ থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বেনজির তোপ দাগেন তিনি। সায়ন্তিকা বলেন, “মুসলিম পরিবারে সন্তানের নাম যেমন মীরজাফর রাখা হয় না, তেমনি এবার থেকে বাঙালি পরিবারে সন্তান জন্মালে আর শুভেন্দু নাম রাখবে না।”
সায়ন্তিকার আরো দাবি, ২০২১ এর পর থেকেই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক জীবনে লোডশেডিং হয়ে গিয়েছে। তাঁর নীতিই বিশ্বাসঘাতকতা আর বেইমানি করা। সায়ন্তিকার এমন মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপির দাবি, ‘নিম্নরুচি’র পরিচয় দিচ্ছে তৃণমূল।
বিজেপি পালটা সুর চড়িয়েছে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে। হত্যাকাণ্ডের মতো এত বড় ঘটনা ঘটছে। মহিলা এমনকি শিশুরাও অগ্নিদগ্ধ হয়ে মারা যাচ্ছে। অভিযোগ উঠছে পুলিসের দিকে। তাহলে মুখ্যমন্ত্রী নিজে পুলিসমন্ত্রী হয়ে কী দায়িত্ব পালন করছেন?
অন্যদিকে খানাকুলের বিজেপি বিধায়কের দাবি, আগে তৃণমূল নেত্রীর ডিএনএ পরীক্ষা করিয়ে দেখা হোক, তিনি কংগ্রেস ভেঙে এসেছিলেন কিনা। কংগ্রেসের কাছে তো তাহলে তিনিও মীরজাফর।
প্রসঙ্গত, বাঁকুড়া থেকে ভোটে লড়েছিলেন সায়ন্তিকা। জিতে এলে অনেক প্রতিশ্রুতিও পালনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু জয়ের মুখ আর দেখতে পারেননি সায়ন্তিকা। তবে বাঁকুড়াবাসী ভালবাসাও পাঠিয়েছে তাঁর জন্য। পরবর্তীকালে বন্যার সময়ে ফের বাঁকুড়া এসেছিলেন সায়ন্তিকা।