‘চটি চাটলে উন্নতি বজায় থাকত, বুট চাটতে গিয়ে লোডশেডিং হয়ে গেল’, শুভেন্দুকে বেনজির আক্রমণ সায়ন্তিকার

বাংলাহান্ট ডেস্ক: রাজনীতির আঙিনায় যুযুধান দুই পক্ষ শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। দুজনে একই দলের সদস্য হতে পারতেন। কিন্তু তৃণমূলের দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু ঘাসফুল ছেড়ে পদ্মফুলে যোগ দেওয়ার পর রাজনীতি তথা তৃণমূলে যোগ দেন সায়ন্তিকা। আর তারপর থেকে কারণে অকারণে ‘বিশ্বাসঘাতকতা’র অভিযোগ তুলে শুভেন্দুকে আক্রমণ শানাতে দেখা গিয়েছে প্রাক্তন অভিনেত্রীকে।

সায়ন্তিকাই বলেছিলেন, কোনো মুসলিম পরিবারে পুত্রসন্তান জন্ম নিলে তার নাম যেমন মীরজাফর রাখা হয় না, তেমনি হিন্দু পরিবারে ছেলে হলে আর কেউ শুভেন্দু নাম রাখবে না। তৃণমূলের তারকা সদস্যের এহেন মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছিল। কিন্তু তাতে সায়ন্তিকার মুখ বন্ধ হয়নি।

suvendu sayantika

এবার ফের রাজ্যের বিরোধী দলনেতার উদ্দেশে নজিরবিহীন আক্রমণ শানালেন সায়ন্তিকা। চটির ছেড়ে বুট চেটেই নিজের রাজনৈতিক কেরিয়ারে লোডশেডিং করেছেন শুভেন্দু, বিষ্ফোরক তৃণমূল নেত্রী। শুধু তাই নয়, সরাসরি শুভেন্দু অধিকারীকে ‘চোর’ বলেও কটাক্ষ করেন তিনি।

এদিন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের নবগ্রামে তৃণমূলের সভায় উপস্থিত ছিলেন সায়ন্তিকা। আক্রমণের সুরে তিনি বলেন, ‘উনি একজন সার্টিফায়েড চোর। ওয়েবসাইটে চোরদের তালিকায় নাম রয়েছে ওনার। নির্লজ্জের মতো পা জড়িয়ে ধরে বুট চাটছেন। মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বাবা, দাদা সহ গোটা গুষ্টিকে বুক ভরে সবকিছু দিয়েছেন। সম্মান, ক্ষমতা দিয়েছেন। তবুও এখন আর চটি ভাল লাগছে না।’

সায়ন্তিকা আরো বলেন, এত পাপ উনি করেছেন যে বুট চাটলেও ওনার পাপের প্রায়শ্চিত্ত তাঁদেরই করতে হচ্ছে। এরপরেই তিনি বলে ওঠেন, চটি চাটলে তাও ওনার রাজনৈতিক কেরিয়ারের উন্নতিটা ধরে রাখতে পারতেন। কিন্তু বুট চাটতে গিয়েই লোডশেডিং করে ফেললেন।

সায়ন্তিকার মন্তব্যের উত্তরে বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বলেন, সায়ন্তিকার মুখের এমন ভাষা নতুন নয়। তৃণমূলের সর্বেসর্বার মুখে যেমন ভাষা, সাঙ্গপাঙ্গদের মুখেও তো তেমনি ভাষা থাকবে। তৃণমূলের সংষ্কৃতিই এটা।

একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় সায়ন্তিকার হার নিয়েও কটাক্ষ করেন তিনি। দু গালে থাপ্পড় খেয়েও লজ্জা হয়নি তৃণমূলের। এবার মানুষ চিরতরে সায়ন্তিকা ও তাঁর দলকে বিদায় দেবে বলেও মন্তব্য করেন জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর