আজ আদালতে পেশ করা হবে অনুব্রতর দেহরক্ষীকে, ৭ দিনের বেশি দিল্লিতে রাখা যাবে না সায়গলকে

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে অবশেষে দিল্লিতে (Delhi) নিয়ে যাওয়া হয়েছে তৃণমূল (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saygal Hossain)। দিল্লি হাইকোর্টের (Delhi High Court) নির্দেশ অনুযায়ী, দিল্লির বুকে এক সপ্তাহ রাখা হবে সায়গলকে। তাই তদন্তে কোন রকম ভাবেই দেরি করতে চায় না ইডি (Enforcement Directorate)।

একইসঙ্গে এদিন সায়গলকে আদালতে পেশ করা হতে চলেছে বলে খবর। আদালতে পেশ করার মাধ্যমে অনুব্রতর দেহরক্ষীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী অফিসাররা। এখন দেখার, এই মামলায় অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে নয়া কোনো তথ্য সামনে উঠে আসে কিনা?

উল্লেখ্য, গরু পাচার মামলায় সর্বপ্রথম গ্রেফতার করা হয় অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে। এক্ষেত্রে একজন সাধারণ দেহরক্ষীর কাছ হতে কোটি কোটি সম্পত্তির হদিশ পায় তদন্তকারী অফিসাররা এবং এরপর সন্দেহের বশেই তাঁকে গ্রেফতার করা হয়। বিগত বেশ কয়েক মাস ধরে হেফাজতে থাকার পর সম্প্রতি সায়গলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার জন্য আবেদন করে ইডি।

তবে এক্ষেত্রে কলকাতা হাইকোর্টে ইডির আবেদন খারিজ হয়ে গেলেও পরবর্তীতে দিল্লির রাউজ এভিনিউ কোর্ট তাদের আবেদনকে মঞ্জুরি দেয়। যদিও সায়গল হোসেনকে দিল্লিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইডির রাস্তা অতটাও মসৃণ হয়নি! আদালতের রায়ের বিরুদ্ধে সর্বপ্রথম দিল্লি হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে গেলেও উভয় আদালতেই খারিজ হয়ে যায় সায়গলের আবেদন। শেষ পর্যন্ত কোন রাস্তা খোলা না থাকায় অবশেষে গতকাল বিকেলের দিকে আসানসোল থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় সায়গল হোসেনকে।

এক্ষেত্রে পুলিশের একটি বিশেষ দলের সঙ্গে রাজধানীতে পৌঁছে যান সায়গল। একইসঙ্গে দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, এক সপ্তাহের উপর সময় অভিযুক্তকে দিল্লিতে রাখা যাবে না। সেই কারণে ইতিমধ্যেই উঠে পড়ে বসেছে গোয়েন্দা সংস্থা। আদালতের নির্দেশ অনুযায়ী, সকাল ১১ টা থেকে ১ টা এবং দুপুর ৩ টা থেকে ৪ টের মধ্যে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা যাবে। এক্ষেত্রে তাঁর আইনজীবীকেও হাজির থাকতে দিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।

saygal anu

প্রসঙ্গত, গরু পাচার মামলায় সম্প্রতি গ্রেফতার হন তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল। এক্ষেত্রে অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয় ও মেয়ে সুকন্যা মণ্ডলের নামে কোটি কোটি টাকা সম্পত্তির হদিশ মিলেছে। তদন্তকারী সংস্থার দাবি, দুর্নীতি মামলায় অনুব্রতর হয়ে কাজ করতেন সায়গল। ফলে রাজধানীতে সায়গলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অনুব্রত ইস্যুতে নয়া কোনো রহস্য সামনে আসে কিনা, সেটাই দেখার।

Sayan Das

সম্পর্কিত খবর