‘টাকার বৃষ্টি’ শুরু হল SBI’তে! যে হারে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, কালকেই ছুটবেন আপনি

বাংলাহান্ট ডেস্ক : অনেকেই রয়েছেন যারা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডের মতো ঝুঁকি সাপেক্ষ বিনিয়োগে না গিয়ে বেছে নেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটকে। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম। ৪৪৪ দিন মেয়াদের অমৃত বৃষ্টি স্কিম (Amrit Vrishti scheme) স্টেট ব্যাংক লঞ্চ করে গত ১৫ ই জুলাই। আগামী ৩১ শে মার্চ ২০২৫ পর্যন্ত বিনিয়োগ করা যাবে এই স্কিমে।

অমৃত বৃষ্টি স্কিমের (Amrit Vrishti scheme) দৌলতে খুলবে ভাগ্য

অমৃত বৃষ্টি স্কিম (Amrit Vrishti scheme) বিশেষভাবে উপকৃত করতে চলেছে প্রবীণ গ্রাহকদের। ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি স্কিমে বিনিয়োগ করলে বার্ষিক ৭.২৫% হারে সুদ পাবেন সাধারণ গ্রাহকরা। প্রবীণ নাগরিকরা এই স্কিমে বিনিয়োগ করলে পাবেন বার্ষিক ৭.৭৫% পর্যন্ত সুদ। নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করে এন্ট্রি নেওয়া যায় এই স্কিমে। এই প্রকল্পে বিনিয়োগের সর্বোচ্চ সীমা নেই।

আরোও পড়ুন : থলে ভর্তি গয়না থেকে পেল্লাই প্যালেস! কী নেই! কাঁড়ি কাঁড়ি টাকার মালকিন প্রিয়াঙ্কা গান্ধী! হিসেব জানেন?

অভ্যন্তরীণ এবং অনাবাসী ভারতীয় (এনআরআই) উভয় ধরনের গ্রাহক এখানে বিনিয়োগ করতে পারেন। যদি কোনও আপৎকালীন পরিস্থিতি আসে তাহলে নির্দিষ্ট সময়ের আগেই কিছু জরিমানা দিয়ে তোলা যাবে বিনিয়োগের টাকা। ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে জরিমানা বাবদ দিতে হবে ০.৫০%। ৫ লক্ষ টাকার উপরে কিন্তু ৩ কোটি টাকার কম অর্থের ক্ষেত্রে জরিমানাবাবদ দিতে হবে ১ শতাংশ।

Amrit Vrishti scheme

স্টেট ব্যাংকের (State Bank of India) এই প্রকল্পে একাধিক মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। আপনার নিকটবর্তী শাখায় গিয়ে আবেদনপত্র পূরণ করে বিনিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। এছাড়াও স্টেট ব্যাংকের নেট ব্যাংকিং ও YONO SBI এবং YONO Lite (মোবাইল ব্যাঙ্কিং অ্যাপস) অ্যাপের মাধ্যমেও এই প্রকল্পে বিনিয়োগ করতে পারেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর