বাংলা হান্ট ডেস্ক: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জারি করলে নতুন নিয়ম বেশ কয়েকটি মেয়েদের ঋণের ক্ষেত্রে কমানো হলো সুদের হার। সামনের রবিবার ১০ই নভেম্বর এই নতুন সুদের হার চালু করা হবে। স্টেট ব্যাংক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে তিন মাসের ঋণের ক্ষেত্রে সুদের হার ৭.৭৭ শতাংশ থেকে কমিয়ে ৭.৫ শতাংশ করা হয়েছে।
এছাড়াও ছয় মাস মেয়াদের ঋণে সুদের হার ছিল ৭.৯ শতাংশ। তা কমিয়ে করা হয়েছে ৭.৮৫ শতাংশ। এক বছরের ঋণের ক্ষেত্রে সুদের হার কমছে ০.৫ শতাংশ। এতদিন এই হার ছিল ৮.০৫ শতাংশ। রবিবার থেকে তা হচ্ছে ৮ শতাংশ। ২ বছরের ঋণের ক্ষেত্রে সুদের হার বর্তমানে ৮.১৫ শতাংশ। এবার তা কমে হবে ৮.১ শতাংশ। তিন বছরের ঋণের ক্ষেত্রে সুদের হার ৮.২৫ শতাংশ থেকে কমে হচ্ছে ৮.২ শতাংশ।
উল্লেখ্য, অন্যদিকে আবার বর্তমানে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালান্স না রাখতে পারলে দিতে হবে জরিমানা। ভারতীয় স্টেট ব্যাংক ফের আগেই সচেতন করে দিয়েছিল গ্রাহকদের। এই নতুন নিয়মের নতুন হারে জরিমানা ধার্য করা শুরু হয়েছে ১ অক্টোবর থেকেই। গ্রাহক স্বার্থে এই বার্তা জানিয়েছিল SBI।
SBI প্রকাশিত নতুন নিয়ম অনুযায়ী আর্বান এলাকা বা সাধারণ শহরে ন্যূনতম ₹৩ হাজার থেকে ₹৫ হাজার মাসিক ব্যালান্স রাখা বাধ্যতামূলক। যদি কোনো গ্রাহক এর ৫০% ব্যালান্স রাখতে না পারেন অ্যাকাউন্ট প্রতি ₹১০+ GST চার্জ করা হবে। ৭৫% ব্যালান্স ধরে রাখতে ব্যর্থ হলে ₹১৫+ GST জরিমানা করা হবে।
এছাড়াও সেমি-আর্বান বা আধা শহরে SBI গ্রাহকদের ন্যূনতম ₹২ হাজার এবং গ্রামে ন্যূনতম ₹১ হাজার ব্যালান্স ধরে রাখতে হবে।
এই নতুন চার্জ অনুযায়ী, গ্রাহকরা ব্যাংকে নগদ জমা করার ক্ষেত্রে মাসে তিনবার বিনামূল্যে টাকা জমার সুযোগ পাবেন। এরপর থেকে প্রতিবার টাকা জমা দেওয়ার সময় ₹৫০+GST দিতে হবে।