বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে পাল্লা দিয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে UPI (Unified Payments Interface) ব্যবহারকারীর সংখ্যা। যেটির মাধ্যমে নিমেষের মধ্যেই আর্থিক লেনদেন খুব সহজেই সম্পন্ন হয়। পাশাপাশি এখন প্রায় প্রতিটি ক্ষেত্রে UPI-র ব্যবহার পরিলক্ষিত হয়। মূলত, Google Pay, PhonePe, Paytm-এর মতো থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে UPI-এর ব্যবহার এখন আরও সহজ হয়ে গিয়েছে।
তবে, UPI-এর মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে দরকার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও। ওই অ্যাকাউন্ট থেকেই টাকা স্থানান্তরিত হয়।এদিকে, আমাদের দেশে বিপুল মানুষের SBI অ্যাকাউন্ট UPI-এর সঙ্গে লিঙ্ক করা রয়েছে। যার পেছনে একটি কারণও রয়েছে। মূলত, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI হল পাবলিক সেক্টরে দেশের বৃহত্তম ব্যাঙ্ক।
আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে বাংলার এই রুটে চালু হচ্ছে ট্রেন, একদশক পর ছুটল রেল ইঞ্জিন
বর্তমানে এই ব্যাঙ্কের প্রায় ৪৪ কোটি গ্রাহক রয়েছে। এর মধ্যে বিপুল সংখ্যক অ্যাকাউন্টধারী UPI ব্যবহার করে থাকেন। এমতাবস্থায়, আপনিও যদি SBI-এর একজন অ্যাকাউন্টধারী হয়ে থাকেন এবং UPI ব্যবহার করেন সেক্ষেত্রে রয়েছে একটি দুঃসংবাদ। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গ্রাহকদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে।
আরও পড়ুন: বড় খবর! দেশের প্রথম র্যাপিড রেলের অপেক্ষার অবসান, এইদিন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
যেখানে, জানানো হয়েছে, SBI গ্রাহকরা UPI লেনদেন করতে কিছুটা অসুবিধার সম্মুখীন হতে পারেন। মূলত, ব্যাঙ্কটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ জানিয়েছে যে, তারা, এখন প্রযুক্তিগত আপগ্রেড করার প্রক্রিয়া সম্পন্ন করছে। আর সেই কারণেই গ্রাহকেরা কখনও কখনও UPI পরিষেবার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন। পাশাপাশি, এহেন অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখপ্রকাশও করা হয়েছে ব্যাঙ্কের তরফে।
— State Bank of India (@TheOfficialSBI) October 14, 2023
এছাড়াও, এটাও জানিয়ে দেওয়া হয়েছে যে, শীঘ্রই এই বিষয়ে পরবর্তী আপডেট দেওয়া হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে এমন কোনো অসুবিধা হচ্ছে না বলে জানা গিয়েছে। পাশাপাশি, SBI-র ATM-এর মাধ্যমে কাজের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এদিকে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ ব্যাঙ্কের কাছ থেকে এই আপডেট দেওয়ার পর থেকেই ব্যবহারকারীরা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন।