স্টেট ব্যাঙ্কের FD না পোস্ট অফিসের TD, কোথায় টাকা রেখে লাভ বেশি?

বাংলা হান্ট ডেস্ক : বেশিরভাগ মানুষই তাদের অর্জিত অর্থ ভবিষ্যতের জন্য তুলে রাখতে ফিক্সড ডিপোজিটকে বেছে নেন। বাজারে আরো বিকল্প আছে যদিও, তবে কোনো ধরনের ঝুঁকি এড়াতে মানুষ FD কেই বেশি ভরসা করে থাকেন। তাছাড়া নিকট অতীতে প্রায় সমস্ত বেসরকারী এবং সরকারী ব্যাঙ্কগুলি তাদের ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার বাড়িয়েছে।

তবে জানেন কি ব্যাঙ্কের FD পাশাপাশি পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমেও খুব ভালো রিটার্ন পাওয়া যায়। চলুন তাহলে দেখে নিই SBI এর FD এবং পোস্ট অফিসের টাইম ডিপোজিটের মধ্যে কী পার্থক্য রয়েছে? ভালো রিটার্ন পেতে হলে আপনার কোথায় বিনিয়োগ করা উচিত!

পোস্ট অফিস TD সুদের হার : অনেকেই হয়ত জানেননা যে, কেন্দ্রীয় সরকার 2023 সালের জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য নির্বাচিত পোস্ট অফিস স্কিমের উপর সুদ বাড়িয়েছে। এরপর 1 বছরের আমানতে 6.9 শতাংশ, 2 বছরের আমানতে 7 শতাংশ এবং 3 বছরের আমানতে পাওয়া যাচ্ছে 7 শতাংশ হারে সুদ। শুধু তাই নয়, লগ্নির সময় বৃদ্ধি করে আপনি যদি সেটি 5 বছরের জন্য করেন তাহলে বিনিয়োগের উপর 7.5 শতাংশ হারে সুদ পেয়ে যাবেন।

SBI FD সুদের হার : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) তার গ্রাহকদের 2 কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ নাগরিকদের জন্য 3 শতাংশ থেকে 7 শতাংশের মধ্যে সুদের হার অফার করে থাকে। পাশাপাশি ব্যাঙ্কের বিশেষ FD স্কিম অমৃত কালাশ যোজনায়, ব্যাঙ্ক 400 দিনের জন্য 7.10 শতাংশ হারে সুদ দিচ্ছে।

পাশাপাশি এক বছর থেকে দুই বছরের কম সময়ের মধ্যে করা আমানতে, SBI 6.80 শতাংশ সুদ দেয়। ব্যাঙ্ক দুই বছর থেকে তিন বছরের কম মেয়াদী FD- তে 7 শতাংশ সুদের হার অফার করে। ব্যাঙ্ক তিন বছর থেকে পাঁচ বছরের কম সময়ের মধ্যে FD-এর উপর 6.50 শতাংশ সুদের হার অফার করে৷

131564 sbi vs po

বন্ধ করার নিয়ম : পোস্ট অফিসের ওয়েবসাইট অনুসারে, আপনি জমা দেওয়ার তারিখ থেকে পরবর্তী ছয় মাসের জন্য টাইম ডিপোজিট স্কিম থেকে টাকা তুলতে পারবেন না। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি 6 মাস পরে বা 1 বছরের আগে বন্ধ করেন, তবে আপনি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্ট অনুসারে এর উপর সুদ পাবেন। SBI ওয়েবসাইট অনুসারে, 5 লক্ষ টাকার উপরে স্থায়ী আমানতের জন্য, প্রযোজ্য জরিমানা হবে 1 শতাংশ।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর