বাংলা হান্ট ডেস্ক: সামনে পুজো তার আগেই ভালো খবর দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। সোমবার একাধিক ক্ষেত্রে ঋণে সুদের হার কমানো হলো, শুধু তাই নয়, গ্রাহকদের আরো অনেক সুযোগ সুবিধা দেওয়ার কথা জানালো ভারতীয় স্টেট ব্যাঙ্ক।
কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে? আসুন জেনে নিন :
১) গাড়ি কেনার জন্য ঋণ নেওয়ার সময়ে মুকুব করা হবে প্রসেসিং চার্জ।
২) গাড়ি ঋণে সুদের হার শুরু হচ্ছে ৮.৭০% থেকে।
৩) গাড়ি ঋণের অ্যাপ্লিকেশন যদি এসবিআই-এর ডিজিটাল প্ল্যাটফর্ম YONO অ্যাপের মাধ্যমে করা হয়, তাহলে সুদের হারে পাওয়া যাবে উপড়ি ছাড়।
৪) ভারতীয় স্টেট ব্যাঙ্ক চাকুরিজীবীদের ক্ষেত্রে গাড়ির মূল্যের প্রায় ৯০ শতাংশ পর্যন্ত ঋণ দেবে।
৫) মাত্র ৮.০৫% সুদে পাওয়া যাবে গৃহ ঋণ। আগামী ১ সেপ্টেম্বর থেকে সমস্ত নতুন ও পুরনো ঋণের ক্ষেত্রে এই নতুন সুদের হার লাগু করা হবে।
৬) শিক্ষা ঋণেও সুদের হার কমিয়ে ৮.২৫% শুরু হবে।
৭) মাত্র ১০.৭৫% হারে ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নেওয়া যাবে।
৮) এখানেই শেষ নয়, বাজারে সবচেয়ে বেশি ঋণ শোধের সময়কালও দেবে স্টেট ব্যাঙ্ক। ঋণ পরিশোধের ক্ষেত্রে সময়সীমা ৬ বছর পর্যন্ত নির্ধারিত করা হলো।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!