চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ! ফের বিপুল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল SBI! এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: চাকরিপ্রার্থীদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা ব্যাঙ্কিং সেক্টরে চাকরির জন্য নিয়মিতভাবে প্রস্তুতি নিচ্ছেন। এমতাবস্থায়, তাঁদের জন্য একটি বড় সুখবর সামনে এল। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার দেশের সবথেকে বড় ব্যাঙ্ক অর্থাৎ SBI (State Bank Of India)-তে রয়েছে চাকরির সুযোগ। কিছুদিন আগেই ওই ব্যাঙ্কের তরফে প্রবেশনারি অফিসার (PO) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। যেটির আবেদন প্রক্রিয়া এখনও চলছে।

ঠিক তার মধ্যেই ফের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মূলত, এবার SBI-এর তরফে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এমতাবস্থায়, আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি SBI-র অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে পারেন। বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

SBI has again issued a notification for the recruitment

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে যে, আপাতত ৪৪২ টি শূন্যপদের ভিত্তিতে এই কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি, এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের ৭৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। মূলত, অনলাইনে ডেবিট, ক্রেডিট বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই ফি জমা দিতে হবে। তবে, জানিয়ে রাখি যে, জনজাতি, উপজাতি অথবা বিশেষভাবে সক্ষমদের এক্ষেত্রে কোনো আবেদন ফি জমা দিতে হবে না।

আরও পড়ুন: ভগবান বিশ্বকর্মা নিজের হাতে এক রাতেই তৈরি করেছিলেন এই মন্দির! রয়েছে একাধিক অবাক করা বিশেষত্ব

গুরুত্বপূর্ণ তারিখ: এই শূন্যপদে আবেদনের প্রক্রিয়া গত ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি, এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ হল আগামী ৬ অক্টোবর। অর্থাৎ আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট দিনের আগেই আবেদন করে ফেলতে হবে।

আরও পড়ুন: ঋণ নিয়ে কোম্পানি খুলে ২৫ বছরেই ছুঁয়ে ফেলেন আকাশ! এখন ভারতের দশম ধনী ব্যক্তি ইনি

কবে হবে পরীক্ষা: জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে বা ২০২৪ সালের জানুয়ারি মাসে এই শূন্যপদে নিয়োগের ক্ষেত্রে অনলাইন পরীক্ষা সম্পন্ন হতে পারে। পাশাপাশি, কয়েকটি পদের ক্ষেত্রে পরবর্তী ধাপে ইন্টারভিউ নেওয়া হতে পারে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর