লক্ষ লক্ষ Paytm গ্রাহকদের জন্য দরজা খুলে দিল SBI! RBI-এর নিষেধাজ্ঞার পর বড় পরিকল্পনা ব্যাঙ্কের

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই RBI (Reserve Bank Of India)-র কাছ থেকে বড় ধাক্কা পেয়েছে Paytm। এমতাবস্থায়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) গত শনিবার জানিয়েছে যে, তারা Paytm গ্রাহকদের সাহায্য করতে প্রস্তুত। উল্লেখ্য যে, আগামী ১ মার্চ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আদেশ অনুযায়ী প্রভাবিত হবেন Paytm Payments Bank-এর গ্রাহকেরা।

কারণ, RBI ইতিমধ্যেই Paytm Payments Bank Limited-কে আগামী ২৯ ফেব্রুয়ারি, ২০২৪-এর পরে কোনো গ্রাহক অ্যাকাউন্ট, প্রিপেইড ইনস্ট্রুমেন্ট, ওয়ালেট এবং FASTag-এ টাকা জমা বা টপ-আপ গ্রহণ না করার নির্দেশ দিয়েছে। এমতাবস্থায়, SBI-এর চেয়ারম্যান দীনেশ কুমার খারা ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিকের ফলাফল ঘোষণার সময় সাংবাদিকদের জানিয়েছেন যে, RBI যদি Paytm Payments Bank-এর লাইসেন্স বাতিল করে সেক্ষেত্রে সরাসরি তার উদ্ধারে আসার “আমাদের কোনো পরিকল্পনা নেই।”

SBI has big plans for millions of Paytm customers

RBI-এর যেকোনো নির্দেশের জন্য প্রস্তুত SBI: খারা আরও জানিয়েছেন যে, RBI থেকে কোনো নির্দেশ পেলে ব্যাঙ্ক প্রস্তুত থাকবে। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। এদিকে, ওই ফিনটেক ফার্মের সাথে SBI-এর কোনো সংযোগ আছে কি না তা জানতে চাওয়া হলে খারা বলেন, এটা নিষ্পত্তির বাইরে কিছুই নয়।

আরও পড়ুন: পেট্রোল-CNG-র চেয়েও চলবে সস্তায়! খরচের চিন্তা কমিয়ে দেবে নতুন WagonR, রয়েছে দুর্দান্ত ফিচার্স

লক্ষ লক্ষ গ্রাহকদের সাহায্য করতে প্রস্তুত SBI: পাশাপাশি, তাঁকে এটাও প্রশ্ন করা হয় যে, লক্ষ লক্ষ ব্যবসায়ী যাঁরা Paytm-এর গ্রাহক তাঁদের সাহায্য SBI করবে কি না? এর উত্তরে তিনি বললেন, “অবশ্যই। আমাদের সাবসিডিয়ারি SBI পেমেন্টস ইতিমধ্যেই এই ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছে এবং আমরা যেকোনো সময় তাঁদের নিতে প্রস্তুত। তাঁদের আমাদের POS মেশিন সরবরাহ করার পাশাপাশি তাঁরা যে সমস্ত পেমেন্টের প্রয়োজনীয়তাগুলির মুখোমুখি হন তা পূরণ করতে আমরা প্রস্তুত।”

আরও পড়ুন: গ্লোবাল হয়ে উঠল স্বদেশী পেমেন্ট সিস্টেম! এবার UPI-র মাধ্যমে কাটা যাবে আইফেল টাওয়ারের টিকিটও

কেন পদক্ষেপ নিল RBI: Paytm Wallet এবং তার ব্যাঙ্কিং মাধ্যমের সাহায্যে মানি লন্ডারিং এবং সন্দেহজনক লেনদেনের বিষয়ে উদ্বেগের কারণে বিজয় শেখর শর্মা দ্বারা পরিচালিত ব্যবসায় RBI বড় পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্র জানিয়েছে যে, Paytm Payments Bank Limited (PPBL)-এর লক্ষাধিক নন-কেওয়াইসি অ্যাকাউন্ট রয়েছে এবং হাজার হাজার ক্ষেত্রে একই প্যান ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট খোলার ঘটনাও ঘটেছে। এমতাবস্থায়, সূত্র জানিয়েছে বিপুল সংখ্যক নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলি জাল অ্যাকাউন্টের জন্য ব্যবহার করা হচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর