কোটি কোটি গ্রাহকদের জন্য এই নিয়ম বদলাল SBI, HDFC ব্যাঙ্ক! না জানলে হতে পারে লোকসান

বাংলা হান্ট ডেস্ক: আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। এমতাবস্থায়, আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India, SBI) বা এইচডিএফসি ব্যাঙ্কে (HDFC Bank) অ্যাকাউন্ট থাকে এবং আপনার কাছে সংশ্লিষ্ট ব্যাঙ্কের ক্রেডিট কার্ডও থাকে, সেক্ষেত্রে এই প্ৰতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

কারণ, ইতিমধ্যেই উভয় ব্যাঙ্কই আগামী ১ জানুয়ারি, ২০২৩ থেকে ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম পরিবর্তন করেছে। মূলত, গ্রাহকদের আগের চেয়ে বেশি লাভ ও সুযোগ-সুবিধা প্রদানের উদ্দেশ্য নিয়েই এই নিয়ম বদলানোর পথে হেঁটেছে ব্যাঙ্কগুলি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য উপলব্ধ রিওয়ার্ড পলিসিতে এই পরিবর্তন করা হয়েছে।

রেন্টের ক্ষেত্রে প্রযোজ্য শুল্কের নিয়মেও পরিবর্তন: কিছুদিন আগেই ক্রেডিট কার্ডের মাধ্যমে রেন্ট পরিশোধের জন্য শুল্কের নিয়মেও পরিবর্তন করা হয়। উভয় ব্যাঙ্কই ১ জানুয়ারি, ২০২৩ থেকে এই নতুন নিয়ম কার্যকর করে। প্রথমে আমরা আপনাকে HDFC ব্যাঙ্কের নতুন নিয়ম সম্পর্কিত তথ্যটি জানাচ্ছি। ওই ব্যাঙ্কে ক্রেডিট কার্ড ফি এবং রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামে পরিবর্তন আনা হয়েছে। এমতাবস্থায়, থার্ড পার্টি মার্চেন্টের মাধ্যমে রেন্ট পেমেন্টের ক্ষেত্রে মোট অর্থের ১ শতাংশ দিতে হবে। ব্যাঙ্কের মতে, রেন্ট পেমেন্টের জন্য সব কার্ডে রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে না। এমনকি, এডুকেশন সংক্রান্ত লেনদেনেও রিওয়ার্ড পয়েন্ট মিলবে না।

রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমে পরিবর্তন করা হয়েছে: HDFC কার্ড দিয়ে আপনি অন্য কোনো দেশে গিয়ে ভারতে স্থিত কোনো ব্যবসায়ীকে অথবা ভারতীয় মুদ্রায় লেনদেন করতে পারেন। সেক্ষেত্রে তিনি যদি বিদেশে রেজিস্টার্ড হন, তাহলে এক শতাংশ ডায়নামিক এবং স্ট্যাটিক কনভার্সন মার্কআপ নেওয়া হবে। পাশাপাশি, HDFC হোটেল এবং টিকিট বুকিংয়ের রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমেও পরিবর্তন করেছে। এদিকে, ক্রেডিট কার্ডে উপলব্ধ রিওয়ার্ড পয়েন্ট সিস্টেমে পরিবর্তন করা হয়েছে SBI-এর তরফেও।

MONEY NEWS

অনলাইন খরচে ১০ গুণ রিওয়ার্ড পয়েন্ট: SBI-এর মতে, ই-কমার্স ওয়েবসাইট থেকে অনলাইন শপিং-এ প্রাপ্ত রিওয়ার্ড পয়েন্টে পরিবর্তন এসেছে। SBI কার্ডের তরফে BookMyShow, Cleartrip, Apollo 24X7, EazyDiner, Lenskart এবং Netmeds-এ অনলাইন খরচে ১০ গুণ রিওয়ার্ড পয়েন্ট অফার করা যাবে। এদিকে, SBI-এর তরফে প্রসেসিং ফির চার্জ ইতিমধ্যেই ১৫ নভেম্বর ২০২২ থেকে সংশোধন করা হয়েছে। এছাড়াও, সমস্ত মার্চেন্ট EMI-এর প্রসেসিং ফি ১৯৯ টাকা+ট্যাক্স করা হয়েছে। এই চার্জ আগে ছিল ৯৯ টাকা+ট্যাক্স।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর