SBI দিচ্ছে মাত্র ৪৫ মিনিটে সবথেকে সস্তা লোন, ৬ মাস দিতে হবেনা EMI! এখনই করুন অ্যাপ্লাই

বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনের মধ্যে যদি আপনার টাকার খুব দরকার হয়ে থাকে, তাহলে এই প্রতিবেনটি অবশ্যই পড়ুন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank Of India) লকডাউনের কথা মাথায় রেখে আপনার জন্য এমার্জেন্সি লোন লঞ্চ করেছে। লকডাউনের মধ্যে আপনাকে বাড়ি থেকে বের হতে হবেনা। সবথেকে বড় ব্যাপার হল, মাত্র ৪৫ মিনিটেই আপনি এই লোন পেয়ে যাবেন।

sbi 1

SBI লকডাউনের কারণে বেতনে কাটছাঁট আর ব্যবসায়ে প্রভাবের কথা মাথায় রেখে গ্রাহকদের জয় এই স্কিম এর করেছে। এই এমার্জেন্সি লোন শুধু SBI গ্রাহকদের জন্যই। ব্যাংক জানিয়েছে যে, লোন নেওয়া গ্রাহকদের ছয় মাস কোন কিস্তি দেওয়ার দরকার নেই। EMI ছয় মাস পর থেকে শুরু হবে।

SBI এই লোন শুধুমাত্র নিজেদের গ্রাহকদের জন্য বের করেছে। এই পার্সোনাল লোনের জন্য গ্রাহকদের বার্ষিক 10.50 হারে সুদ দিতে হবে। যেটা আপাতত দেশের সমস্ত ব্যাংকের মধ্যে সবথেকে কম।

এভাবে করুন আবেদন … 

  1. গ্রাহকরা নিজের রেজিস্টার নাম্বার দিয়ে PAPL ( অ্যাকাউন্ট নাম্বারের শেষ চার সংখ্যা) লিখে 567676 ম্যাসেজ পাঠাতে হবে।
  2. ম্যাসেজের মাধ্যমেই বলে দেওয়া হবে যে, আপনি এই লোন পাওয়ার যোগ্য কি না।
  3. যোগ্য গ্রাহকদের চারটি প্রসেসে লোন দেওয়া হবে।
  4. এসবিআই এর অ্যাপে Avail Now এ ক্লিক করুন।
  5. এরপর সময়সীমা আর টাকার অঙ্ক বেছে নিন।
  6. রেজিস্টার নাম্বারে OTP আসবে, সেটা এন্টার করলেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

Koushik Dutta

সম্পর্কিত খবর