ATM ফ্রডদের থেকে আপনার অ্যাকাউন্টের টাকা সুরক্ষিত রাখতে নতুন সিকিউরিটি আনল SBI

বাংলা হান্ট ডেস্কঃ ATM থেকে টাকা বের করার পদ্ধতিকে আরও সুরক্ষিত করার জন্য দেশের সবথেকে বড় ব্যাঙ্ক SBI (State Bank Of India) নিজেদের ATM  আর ডেবিট কার্ডে একটি নতুন সিকিউরিটি সিস্টেম (Sbi Security System) শুরু করেছে। এই সিস্টেমে ATM কার্ড ফ্রড হওয়ার চ্যান্স একদম কমে যাবে।

sbi 2

এই নতুন ফিচারের মাধ্যমে ATM কার্ড ধারক SMS এর মাধ্যমে নিজের কার্ডের সমস্ত লেনদেন ব্লক করতে পারবেন। এরফলে কার্ড হারিয়ে গেলে কোন অবাঞ্ছিত ব্যাক্তি আপনার কার্ড দিয়ে লেনদেন করতে পারবে না। এছাড়াও কার্ড টিকে কাস্টমার কেয়ারে কল করে নেট ব্যাঙ্কিং অথবা SBI Quick অ্যাপের মাধ্যমে ব্লক করা যেতে পারে।

এই পরিষেবা ব্যবহার করার জন্য, SBI গ্রাহকদের নিজেদের মোবাইল নাম্বার থেকে একটি নাম্বারে SMS পাঠাতে হবে। তবে সেই মোবাইল নাম্বারটি ব্যাঙ্কের সাথে লিংক থাকা আবশ্যক। যদি আপনি ব্যাঙ্কের সাথে নিজের মোবাইল নাম্বার রেজিস্টার না করে থাকেন, তাহলে <REG> <space> আপনার অ্যাকাউন্ট নম্বর দিয়ে 09223488888 এই নম্বরে SMS পাঠিয়ে রেজিস্টার করে নিতে পারেন।

নতুন সুরক্ষা ফিচার নিয়ে SBI ব্যাঙ্ক ট্যুইট করে জানায়, ‘আমাদের গ্রাহকদের সুরক্ষার জন্য একটি নতুন সুবিধা আনা হয়েছে। এবার প্রতিবার যখন আপনি এটিএম এর মাধ্যমে BalanceEnquiry অথবা MiniStatement নেবেন, তখন আমরা আপনাকে একটি ম্যাসেজ পাঠিয়ে সতর্ক করে দেবো। যদি এই লেনদেন সুরক্ষিত না থাকে, তাহলে আপনি তৎক্ষণাৎ আপনার এটিএম কার্ড ব্লক করে দিতে পারবেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর