কাল থেকেই কার্যকর SBI এর নতুন নিয়ম,জেনে নিন

 

অমিত সরকার : এসবিআইয়ের তরফ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বিভিন্ন টার্ম ডিপোজিটে অন্তত ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে৷ ১ বছর মেয়াদী এমসিএলআরে সুদের হার বার্ষিক ৮.২৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১৫ শতাংশ করা হয়েছে৷ আগামী কাল অর্থাৎ মঙ্গলবার থেকেই এই হার কার্যকর করা হবে বলে এসবিআইয়ের তরফেই জানানো হয়েছে৷

IMG 20190909 WA0019

একই সঙ্গে ছয় মাসের এমপিসি সঞ্চয় সুদের হার কমানো হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট৷ এই মুহূর্তে তা নেমে দাঁড়িয়েছে ৫.৪০ শতাংশে৷ এনএএফ সঞ্চয় প্রকল্প ৩৫ পয়েন্ট কমানো হয়েছে৷ ৫.৭৫ শতাংশ থেকে কমিয়ে এখন করা হয়েছে ৫.৪০ শতাংশে৷ এমএসএফে এই মুহূর্তে সুদের হার দাঁড়িয়েছে ৫.৬৫ শতাংশে৷ নয়া এই হার আগামীকাল থেকেই কার্যকর করবে এসবিআইয়ের তরফে জানানো হয়েছে৷


সম্পর্কিত খবর