বাংলা হান্ট ডেস্কঃ একেই করোনার জন্য বীভৎসভাবে ভেঙে পড়েছে অর্থনীতি। কিভাবে মুক্তি রাস্তা খুঁজবেন সেটাই এখন বড় দায় হয়ে উঠেছে মানুষের কাছে। অনেকেরই চলে গিয়েছে চাকরি। সঞ্চয়ের ধনেই একমাত্র ভরসা তাদের। এর উপর ফের একবার বড় দুঃসংবাদ এস বি আই গ্রাহকদের জন্য। এবার এটিএম এবং চেকে টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী মাসের ১ তারিখ অর্থাৎ পয়লা জুলাই থেকেই শুরু হতে যাচ্ছে এই নতুন নিয়ম। বিশেষজ্ঞদের মতে, এই নিয়মের ফলে অনেকটাই ক্ষতি সইতে হবে মধ্যবিত্ত সঞ্চয়ভোগীদের। এমনিতেই জমানো টাকার ক্ষেত্রে কমে যাচ্ছে সুদ। যা নিয়ে এই মুহূর্তে মাথায় হাত দেশবাসীর তার ওপর এই নিয়মের ফলে ফের একবার নিয়মের যাঁতাকলে টাকা খোয়াতে হবে গ্রাহকদের। এই মুহূর্তে সারা ভারতবর্ষে জুড়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহক সংখ্যা ৩ মিলিয়নেরও বেশি। শহর এলাকায় কিছুটা কম হলেও গ্রামাঞ্চলের ক্ষেত্রে স্টেট ব্যাংকের গ্রাহক প্রায় দুই মিলিয়ন। সে ক্ষেত্রে একটা বড় সংখ্যার মানুষ যে এর দ্বারা ক্ষতিগ্রস্ত হবেন তা বলাই বাহুল্য। চেক এবং এটিএম দুই ধরনের উইথড্রলের ক্ষেত্রেই নতুন নিয়ম লাগু করতে চলেছে এস বি আই।
এটিএম এর ক্ষেত্রে নতুন নিয়মঃ
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে গ্রাহকরা মাসে মাত্র চার বারই বিনামূল্যে এটিএম পরিষেবা ব্যবহার করতে পারবেন। এক মাসে চার বারের বেশি ব্যবহার করতে হলে প্রতিবারের জন্য ১৫ টাকা এবং তার অনুপাতে জিএসটি ব্যয় করতে হবে গ্রাহককে। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পর্যন্ত আটবার বিনামূল্যে এটিএম পরিষেবা ব্যবহার করতে পারতেন একজন গ্রাহক। আর তার পরেই তাকে এটিএম ব্যবহারের জন্য টাকা দিতে হতো। কিন্তু এখন থেকে সেই সংখ্যাটি কমে দাঁড়ালো চারবারে। শুধু তাই নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে ১ জুলাই ২০২১ থেকে অন্য ব্যাংকের কোন গ্রাহক যদি স্টেট ব্যাঙ্কের এটিএম পরিষেবা ব্যবহার করেন, তাহলে তাকেও জিএসটি সহ ১৫ টাকা চার্জেস দিতে হবে।
চেকবুকের ক্ষেত্রে নতুন নিয়মঃ
শুধু এটিএম পরিষেবা ব্যবহারই নয় বদলালো চেকবুক ব্যবহারের নিয়মও। বিজ্ঞপ্তিতে এসবিআই জানিয়েছে, এখন থেকে একটি আর্থিক বছরে গ্রাহকরা কেবলমাত্র দশটি চেক বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। তারপর থেকে পরিষেবা ব্যবহারের জন্য তাকে টাকা দিতে হবে। এরপর থেকে ১০ পাতার চেকবইয়ের ক্ষেত্রে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে দিতে হবে ৪০ টাকা এবং জিএসটি এবং ২৫ পাতার চেক বই নিতে গেলে জমা দিতে হবে ৭৫ টাকা এবং জিএসটি। জরুরী ভিত্তিতে চেক বই নিতে গেলেও দিতে হবে অতিরিক্ত টাকা। সেক্ষেত্রে ১০ পাতার চেকবইয়ের জন্য দাম পড়বে ৫০ টাকা এবং জিএসটি।
নতুন এই নিয়মে ছাড় পাচ্ছেন কারাঃ
তবে এত দুঃসংবাদের মধ্যে একটি ভালো খবর হলো প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে চেক বই ব্যবহারে পরিষেবা চার্জে ছাড় দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ তারা আগের মতই চেকবইয়ের পরিষেবা ব্যবহার করতে পারবেন। এছাড়াও বিএসবিডি অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রেও চেক বই এবং এটিএম ব্যবহারে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ যাদের জিরো ব্যালান্স অ্যাকাউন্ট রয়েছে তারাই একমাত্র ছাড়টি গ্রহণ করতে পারবেন। এফবিআই জানিয়েছে, জিরো ব্যালান্স অ্যাকাউন্ট হোল্ডাররা অধিকাংশ ক্ষেত্রেই গরিব। আর তাই তাদের ওপর নতুন করে কোন বোঝা চাপাতে চায়না এসবিআই। এছাড়া ফিনান্সিয়াল এবং নন ফিনান্সিয়াল ট্রানজেকশনের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় বজায় রেখেছে এসবিআই। ট্রানস্ফার ট্রানজেকশনের ক্ষেত্রেও কোন চার্জ দিতে হবে না গ্রাহকদের।